আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩৯৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকা ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
প্রত্যাশা করি আল্লহর রহমতে ভালো আছেন।

উস্তাদ, কোন বাবা-মা তার এক কন্যা সন্তানের পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা খরচ করলেন। অপর কন্যা সন্তানের পড়াশোনার জন্য ৫ লক্ষ টাকা খরচ করলেন। দুই কন্যা দুই ধরনের পড়াশোনা করেছেন, দুই জনের প্রতিষ্ঠান এর খরচ দুই রকম হওয়ায় এমন ভিন্ন পরিমাণের খরচ হয়েছে।

এখন প্রশ্ন হল, বাবা মায়ের সামর্থ থাকলে যে কন্যার পড়াশোনার জন্য ৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাকে কি আরোও ১৫ লক্ষ টাকা দিয়ে দিতে হবে যেহেতু অন্য সন্তানের পড়াশোনার জন্য ১৫ লক্ষ টাকা আরও বেশি খরচ হয়েছিল?

জাযাক আল্লহু খয়ির।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৫ ফেব্রুয়ারী, ২০২২
Dhaka 1216
#১৩৬৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আপনাদের কাছে পরামর্শ চাই। আমি কিছু বুঝতে পারছি না। দিন দিন সবকিছু সংকীর্ণ হয়ে যাচ্ছে আমার জন্য। দ্বীনের বুঝ আসার আগে আমি পরিবারের কথামতো চলতাম, চাকরি করতাম। তাদের কথায় আরো ভালো চাকরির জন্য চেষ্টা করতাম। কিন্তু গত এক বছরের বেশি সময় অসুস্থতার মাঝে আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন। এখন জানি, নারী পুরুষের একসাথে ওভাবে কাজ করা হারাম। আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। আমি চাকরি করতে চাই না। ৩১ বছর বয়স আমার, বিয়ে হয়নি, পরিবার থেকে এখন চেষ্টাও নেই। তারা বলে আগে চাকরি করতে। আমি কি করবো? কোন স্কুলে মাস্টারি বা এসব কাজ তাদের চোখে ছোটকাজ। অনেক কথা শুনতে হয় সবসময়, ছোটদের থেকেও। আমি তাদের বলতে পারি না। বিয়ের কথা বললেই বলে এই বয়সে মেয়েদের চাকরি না থাকলে বিয়ে করতে চায় না। আমার আব্বুর আর্থিক অবস্থাও খারাপ। কি করতে পারি আমি? কি করবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৩ ফেব্রুয়ারী, ২০২২
টঙ্গী