আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯৩১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক এর রহমতে গত 6 বছর ধরে দ্বীন এর পথে আসছি. কিন্তু বিশ্বাস করুন এই 6 টা বছরে আমি কখনো স্বস্তি পাই নি. পরিবার থেকে পর্দা নিয়ে অনেক কষ্ট ভোগান্তি সহ্য করসি. এমন ও হইসে পর্দা করসি বলে রাস্তায় ই কাপড় বা বোরকা দরে টান দিছে পরিবার, ভাই তার বাসায় থাকতে দেয় নি বোরকা পরি বলে. এইগুলো ই সত্যি. তারপর চাকরি কেনো করবো না এই নিয়ে তো ভোগান্তি ছিলো ই.যাক অনেক চড়াই উৎরাই পার হয়ে বিয়ে হলো. কিন্তু বিয়ের পর এখনো ও শান্তি নাই. বিয়ে টা আমার পছন্দে ই হইসে . শুধু ছেলে দ্বীন দার দেখে আমি পরিবার কে জোর করে রাজি করাই. বিয়ের পর আবার দেখি ও একই অবস্থা শুশুর বাড়ির.তাদের দিক থেকে ও চাকরির pressure, মেন্টাল torture. আমার husband এর দাঁড়ি আছে, সুন্নীতি লেবাস পরে দেখে আম্মু ওপর দিয়ে ভালো ব্যবহার করলে ও মন থেকে একটু ও পছন্দ করে না ওকে. বাসায় কখনো একটু দাওয়াত ও দেয় না. আম্মু প্রতিদিন আমাকে ফোন করে চাকরি করার জন্য ভয়ঙ্কর pressure দেয়.চাকরির apply করি না কেনো, কোনো চাকরির পরীক্ষা দেই না কেনো অনেক কিছু বলে. আমি আর পারতেসি না.এই দিক দিয়ে আমার কোনো বাবু ও এখনো হচ্ছে না. সব মিলিয়ে মানসিক ভাবে ভেঙে portasi. শুধু মনে হচ্ছে দ্বীন এর পথে বাকি জীবন কি থাকতে পারবো? আর মনে হয় আমি অনেক পাপি, গুনাহগার. তাই আমার দ্বীন এর পথে চলার পথ সহজ hocca না. জানি এই পরিস্থিতি তে টিকে থাকার জন্য দ্বীন দার মানুষ এর সহবত বা দ্বীনি পরিবেশ এ বেশি বেশি যাওয়া উচিত.কিন্তু তাও পাচ্ছি না. কি ভাবে এই কঠিন পরিস্থিতি র সময় টা পার করবো প্লিজ একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন.
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৯ অক্টোবর, ২০২১
সোনারগাঁ