প্রশ্নঃ ৯৩১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক এর রহমতে গত 6 বছর ধরে দ্বীন এর পথে আসছি. কিন্তু বিশ্বাস করুন এই 6 টা বছরে আমি কখনো স্বস্তি পাই নি. পরিবার থেকে পর্দা নিয়ে অনেক কষ্ট ভোগান্তি সহ্য করসি. এমন ও হইসে পর্দা করসি বলে রাস্তায় ই কাপড় বা বোরকা দরে টান দিছে পরিবার, ভাই তার বাসায় থাকতে দেয় নি বোরকা পরি বলে. এইগুলো ই সত্যি. তারপর চাকরি কেনো করবো না এই নিয়ে তো ভোগান্তি ছিলো ই.যাক অনেক চড়াই উৎরাই পার হয়ে বিয়ে হলো. কিন্তু বিয়ের পর এখনো ও শান্তি নাই. বিয়ে টা আমার পছন্দে ই হইসে . শুধু ছেলে দ্বীন দার দেখে আমি পরিবার কে জোর করে রাজি করাই. বিয়ের পর আবার দেখি ও একই অবস্থা শুশুর বাড়ির.তাদের দিক থেকে ও চাকরির pressure, মেন্টাল torture. আমার husband এর দাঁড়ি আছে, সুন্নীতি লেবাস পরে দেখে আম্মু ওপর দিয়ে ভালো ব্যবহার করলে ও মন থেকে একটু ও পছন্দ করে না ওকে. বাসায় কখনো একটু দাওয়াত ও দেয় না. আম্মু প্রতিদিন আমাকে ফোন করে চাকরি করার জন্য ভয়ঙ্কর pressure দেয়.চাকরির apply করি না কেনো, কোনো চাকরির পরীক্ষা দেই না কেনো অনেক কিছু বলে. আমি আর পারতেসি না.এই দিক দিয়ে আমার কোনো বাবু ও এখনো হচ্ছে না. সব মিলিয়ে মানসিক ভাবে ভেঙে portasi. শুধু মনে হচ্ছে দ্বীন এর পথে বাকি জীবন কি থাকতে পারবো? আর মনে হয় আমি অনেক পাপি, গুনাহগার. তাই আমার দ্বীন এর পথে চলার পথ সহজ hocca না. জানি এই পরিস্থিতি তে টিকে থাকার জন্য দ্বীন দার মানুষ এর সহবত বা দ্বীনি পরিবেশ এ বেশি বেশি যাওয়া উচিত.কিন্তু তাও পাচ্ছি না. কি ভাবে এই কঠিন পরিস্থিতি র সময় টা পার করবো প্লিজ একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন.
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعليكم السلتم ورحمة الله আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে
وَ لَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ (۱۵۵)
আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155
সুতরাং আপনার ধৈর্য হারাবার কোন কারণ নেই বরং এটা আপনার জন্য এই সুসংবাদ বহন করছে যে আপনি ঐ সমস্ত বন্দিদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন যাদেরকে আল্লাহ পরীক্ষা করেন তাদেরকে উচ্চ মর্যাদা দেয়ার জন্য সুতরাং আপনি সামান্য কিছুদিন অপেক্ষা করুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামীন বলেন
قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۵۳﴾
‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’। সূরা যুমার আয়াত 53 যার কাছে মাল থাকে ডাকাত তার কাছে আছে ঠিক তেমনি ভাবে পরীক্ষা তার জন্যই হয় যার কাছে ঈমানের কিছু দৌলত সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ তা'আলা বলেন-
ان االه مع الصابرين
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন!( সূরা বাকারা আয়াত 153)
আল্লাহতায়ালা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আপনার অবস্থা পরিবেশ-পরিস্থিতি আপনার অনুকূল করে দেন আমীন।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন