আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৮১৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন ছিল।

এক. কোনো বিশুদ্ধ হাদিসে কী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে একথা বর্ণিত হয়েছে যে , তিনি বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপর দশবার দুরুদ পাঠ করবে, বিচারের মাঠে আমি তার জন্য শাফাআত করব! যদি হয়, তাহলে এখানে সকাল ও সন্ধ্যা বলতে ঠিক কোন সময়টাকে বোঝানো হয়েছে? আরো বিভিন্ন হাদিসে যে সকাল ও সন্ধ্যায় বিভিন্ন দোয়া, যিকির করার কথা বলা হয়েছে। এসব আমল করার ক্ষেত্রে শরীয়তে সকাল এবং সন্ধ্যা বলতে ঠিক কোন সময় থেকে কোন সময় পর্যন্তকে বোঝানো হয়?

দুই. জীন, শয়তান এবং জাদু, বদনজর ইত্যাদি এ ধরনের বিষয় থেকে বাঁচার জন্য মাসনূন কোনো আমল আছে কি? যদি থেকে থাকে তাহলে সেগুলো কি?

তিন. বিভিন্ন মসজিদে ফজরের পরে সমস্বরে একত্রিত ভাবে সূরাহ হাশেরর শেষের কয়েক আয়াত তিলাওয়াত করা হয় এটা কি সুন্নাহ সম্মত? এটাকে নিয়ম বানিয়ে নেওয়া কতটুকু সুন্নাহ সম্মত? এই আমল কি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত? যদি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত না হয়ে থাকে,  তাহলে এত গুরুত্ব সহকারে সবাই মিলে প্রত্যেক দিন এই আমল করার কারণই বা কি?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ ডিসেম্বর, ২০২০
কাহালু