আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অপমৃত্যুর হাত থেকে বাঁচার দোয়া

প্রশ্নঃ ৩৭৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে এমন একটা দুয়া বলে দিন,জেটা পরলে কোনো দুরঘটনায় মৃত্যু হবে না ইমানের সাথে মৃত্যু হবে । অনেকে আছে আগুনে, পানিতে, একসিডেনট এ তারপর কার হাতে খুনও হয় । এইরকম মৃত্যু থেকে বাঁচার জন্য দুয়া বলে দিন প্লিজ

৫ ডিসেম্বর, ২০২৪
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ِاَللّٰهُمَّ اِنِّي اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَ مِنْ سَيِّئ الأَسْقَام
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ.
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ ہَدَیۡتَنَا وَہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ

হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
সূরা আল ইমরান ৮

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন