আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৭৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বদনজর হতে বাচার কি কোন নির্দিষ্ট ফজিলত পূর্ণ দুয়া হাদিছে আছে

২৮ নভেম্বর, ২০২০
কুটি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ফালাক, সূরা নাস, দুরুদ শরীফ এর আমল করলে বদ নজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন।

বদ নজর থেকে বাচার জন্য সুরা কলাম এর শেষ দুটি আয়াত খুবই ফলপ্রসূ আমল।

وَاِنۡ یَّکَادُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَیُزۡلِقُوۡنَکَ بِاَبۡصَارِہِمۡ لَمَّا سَمِعُوا الذِّکۡرَ وَیَقُوۡلُوۡنَ اِنَّہٗ لَمَجۡنُوۡنٌ ۘ
وَمَا ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ 

কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।
সূরা ক্বলম ৫১-৫২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন