আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৬৬৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুহতারাম আমার কিছু প্রশ্ন ছিল।

এক. ফজরের সময়ে যদি মসজিদে যেয়ে দেখি জামাআত শুরু হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে ফজরের সুন্নাহ পড়ব কখন?

দুই. চার রাকাআত বিশিষ্ট ফরজ নামাজে যদি তৃতীয় রাকাআতে যেয়ে জামাআতে শরীক হই এবং দুই রাকআত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাআতে শরীক হই এমনি ভাবে তিন রাকআত বিশিষ্ট নামাজে দুই বা তিন রাকআতে যেয়ে শরীক হই সেক্ষেত্রে বাকি রাকআত গুলো কীভাবে পড়ব, এতে সুরা মেলানোর নিয়ম কী?

তিন. কোরআন তেলাওয়াত শুধু নয়, এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? এমন ব্যক্তির ইমামতি করাটাই বা কতটুকু উচিত?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৯ নভেম্বর, ২০২০
কাহালু
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা