প্রশ্নঃ ৩৬২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুলাইকুম, শরীরের সুস্থতার জন্য বা শরীরের সদকার জন্য কি নামাজ পড়তে হয় & কোন সময়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ বনি আদমের প্রত্যেকটা জোড়ার উপর সদাকাহ রয়েছে। যার সাথে তার সাক্ষাৎ হয় তাকে সালাম দেওয়া সদাকাহ, নেক কাজের কথা বলা সদাকাহ, মন্দ কাজ থেকে বারণ করা সদাকাহ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদাকাহ এবং স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহারেও সদাকার সওয়াব। আর ইশরাকের নামাজ এই সবগুলো থেকে যথেষ্ট হয়ে যায়।
সূর্য উদয়ের আনুমানিক ১০-১২ মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত বাকি থাকে। তবে ওয়াক্তের শুরুতে পড়ে নেয়া উত্তম।
عَنْ أَبِي ذَرٍّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنِ ابْنِ آدَمَ صَدَقَةٌ : تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَ صَدَقَةٌ، وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيُهُ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَإِمَاطَتُهُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ، وَبُضْعَةُ أَهْلِهِ صَدَقَةٌ، وَيُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنَ الضُّحَى ".
সুনানু আবী দাউদ ১২৮৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন