প্রশ্নঃ ৩৬৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাফ হাতা জামা পরে নামাজ আদায় করলে নামাজে কোন ক্ষতি হবে কি? জামার হাতা গুটিয়ে নামাজ পরা যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরয নামাজ হল আল্লাহ তা'আলার শাহী দরবারে উপস্থিতি।
পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অতএব যেসব পোশাকে দুনিয়ার নামিদামি দরবার ও অনুষ্ঠানে যেতে কুণ্ঠা বোধ হয়, সেসব পোশাক পরে ফরজ নামাযে আসাও কুন্ঠাবোধ হওয়া উচিত। সুতরাং ফরজ নামাজে হাতা গুটিয়ে থাকা উচিত নয়।
অবশ্য বাসাবাড়িতে নফল নামাজের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকায় এসব অবকাশ রয়েছে।
يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
সুরা আরাফ ৭:৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন