প্রশ্নঃ ৩৬২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাতের সাথে নামাজ আদায়ের ক্ষেত্রে আমি দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে শরিক হলাম । শেষ বৈঠকে ইমাম সাহেব সহ সবাই দূরুদ শরিফ ও দোয়ায়ে মাছূরা পরেন । আমি ও সবার সাথে দূরুদ শরিফ ও দোয়ায়ে মাছূরা পড়ি । যেহেতু এটা আমার জন্য শেষ বৈঠক না তাই মনে প্রশ্ন জাগে আমার পড়া ঠিক আছে কি না ।
সঠিক টা জানালে উপকৃত হব ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জামাতের সাথে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে এসে ইমাম সাহেবকে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে পেলেন। জামা'আতের শেষ বৈঠকে ইমাম ও মুক্তাদীগণ আত্তাহিয়্যাতু, দরূদ শরীফ ও দোয়া মাছুরা পড়বে। আপনি শুধুমাত্র আত্তাহিয়্যাতু শেষ পর্যন্ত পড়বেন। দুরুদ শরীফ ও দোয়া মাসুরা আপনার নামাজের শেষ বৈঠকে পড়বেন।
জামাআতের শেষ বৈঠকে আপনার করণীয় :
১. আত্তাহিয়্যাতু ধীরে ধীরে এমন ভাবে পড়া, যেন আপনার আত্তাহিয়্যা শেষ হতে হতে ইমামের সালামের সময় হয়ে যায়।
২. অথবা আত্তাহিয়্যাতু বার বার পড়তে থাকা।
৩. অথবা আত্তাহিয়্যাতুর শেষের "কালিমা শাহাদাত" (আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু...) এই অংশটুকু বারবার পড়তে থাকা।
৪. অথবা একবার আত্তাহিয়্যা পুরোটা পড়ে চুপ করে বসে থাকা।
(وَمِنْهَا) أَنَّ الْمَسْبُوقَ بِبَعْضِ الرَّكَعَاتِ يُتَابِعُ الْإِمَامَ فِي التَّشَهُّدِ الْأَخِيرِ وَإِذَا أَتَمَّ التَّشَهُّدَ لَا يَشْتَغِلُ بِمَا بَعْدَهُ مِنْ الدَّعَوَاتِ ثُمَّ مَاذَا يَفْعَلُ تَكَلَّمُوا فِيهِ وَعَنْ ابْنِ شُجَاعٍ أَنَّهُ يُكَرِّرُ التَّشَهُّدَ أَيْ قَوْلَهُ: أَشْهَدُ أَنْ لَا إلَهَ إلَّا اللَّهُ وَهُوَ الْمُخْتَارُ، كَذَا فِي الْغِيَاثِيَّةِ وَالصَّحِيحُ أَنَّ الْمَسْبُوقَ يَتَرَسَّلُ فِي التَّشَهُّدِ حَتَّى يَفْرُغَ عِنْدَ سَلَامِ الْإِمَامِ، كَذَا فِي الْوَجِيزِ لِلْكَرْدَرِيِّ وَفَتَاوَى قَاضِي خَانْ وَهَكَذَا فِي الْخُلَاصَةِ.
وَفَتْحِ الْقَدِيرِ.
ফাতাওয়া হিন্দিয়া
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন