শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৬৯০
আন্তর্জাতিক নং: ৫৬৯২
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯০-৯২। ইউনুস বলেন, ..... হিশাম হযরত আবু মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য, ব্যভিচারিণী মহিলার বিনিময় এবং ভাগ্যগণনাকারীর পারিশ্রমিক গ্রহণ করতে নিষেধ করেছেন।*
ইউনুস বলেন, ….. যুহরী হতে বর্ণনা করেন, তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস বলেন, …… আবু বকর হযরত আবু মাসউদ হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেন, তিনটি বস্তু হারাম, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
ইউনুস বলেন, ….. যুহরী হতে বর্ণনা করেন, তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস বলেন, …… আবু বকর হযরত আবু মাসউদ হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেন, তিনটি বস্তু হারাম, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
بَابُ ثَمَنِ الْكَلْبِ
92 - 5690 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ , عَنْ أَبِي مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ , وَمَهْرِ الْبَغِيِّ , وَحُلْوَانِ الْكَاهِنِ [ص:52]
حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنِ الزُّهْرِيِّ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «ثَلَاثٌ هُنَّ سُحْتٌ» أَيْ حَرَامٌ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنِ الزُّهْرِيِّ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «ثَلَاثٌ هُنَّ سُحْتٌ» أَيْ حَرَامٌ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯১
empty
৫৬৯১।
5691 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯২
empty
৫৬৯২।
5692 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৩
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৩। ইবরাহীম ইবন মারযূক বলেন, ...... রাফে' ইবন খাদীজ বলেন, নবী (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি শিংগা লাগায় তার পারিশ্রমিক হারাম, যিনাকারিণী মহিলার বিনিময় হারাম ও কুকুরের বিক্রয় মূল্য হারাম।*
5693 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ الْخَزَّازُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَارِظٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، حَدَّثَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَسْبُ الْحَجَّامِ خَبِيثٌ وَمَهْرُ الْبَغِيِّ خَبِيثٌ , وَثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৪
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৪। রাবী' আল মুয়াযযিন ও নসর ইবন মারযূক বলেন, আসিম ইবন যামরা হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য হতে নিষেধ করেছেন।*
5694 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، وَنَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا أَسَدٌ، قَالَ: ثنا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ خُبَيْبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৫
আন্তর্জাতিক নং: ৫৬৯৬
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৫-৯৬। ফাহাদ বলেন, ……. হযরত ইবন আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, কুকুরের বিক্রয় মূল্য হারাম।
ইউনুস ও হুসাইন ইবন নসর বলেন, …….. উবায়দুল্লাহ্ আব্দুল করীম হতে বর্ণনা করেন, তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস ও হুসাইন ইবন নসর বলেন, …….. উবায়দুল্লাহ্ আব্দুল করীম হতে বর্ণনা করেন, তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
5695 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: ثنا عَبْدُ الْكَرِيمِ الْجَزَرِيُّ، عَنْ قَيْسِ بْنِ حَبْتَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «ثَمَنُ الْكَلْبِ حَرَامٌ»
5696 - حَدَّثَنَا يُونُسُ، وَحُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَا: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
5696 - حَدَّثَنَا يُونُسُ، وَحُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَا: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৬
empty
৫৬৯৬।
5696 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৭
আন্তর্জাতিক নং: ৫৬৯৮
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৭-৯৮। মালেক ইবন আব্দিল্লাহ্ আততুজীবী, ইবন আবী দাউদ ..... হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুর বিক্রয়ের মূল্য হতে নিষেধ করেছেন, হোক তা শিকারী কুকুর।*
5697 - حَدَّثَنَا مَالِكُ بْنُ عَبْدِ اللهِ التُّجِيبِيُّ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ صَالِحٍ ح
5698 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ صَفْوَانَ بْنَ سُلَيْمٍ أَخْبَرَهُ , عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ , وَإِنْ كَانَ ضَارِيًا
5698 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ صَفْوَانَ بْنَ سُلَيْمٍ أَخْبَرَهُ , عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ , وَإِنْ كَانَ ضَارِيًا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৮
empty
৫৬৯৮।
5698 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯৯
আন্তর্জাতিক নং: ৫৭০১
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৯-০১। ফাহদ বলেন, …… আ'মাশ আবু সুফিয়ান হতে বর্ণনা করেন, তিনি হযরত জাবির (রাযিঃ) হতে এবং তিনি বার বার তাঁর থেকে নিশ্চিত হয়েছেন, তিনি (হযরত জাবির রা) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি কুকুর ও বিড়ালের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।
রাবী' আল মুয়াযযিন বলেন, ……. আবু সুফিয়ান হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবন আবী দাউদ .....জাবের (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
রাবী' আল মুয়াযযিন বলেন, ……. আবু সুফিয়ান হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবন আবী দাউদ .....জাবের (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
5701 - 5699 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَثْبَتَهُ مَرَّةً وَمَرَّةً , شَكَّ فِي أَبِي سُفْيَانَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَشُكَّ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَشُكَّ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০০
empty
৫৭০০।
5700 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০১
empty
৫৭০১।
5701 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০২
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০২। ইউনুস বলেন, …… আলী ইবন রাবাহ হযরত আবু হুরায়রা (রাযিঃ) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, কুকুরের মূল্য হালাল নয়।*
5702 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَعْرُوفُ بْنُ سُوَيْدٍ،. أَنَّ عَلِيَّ بْنَ رَبَاحٍ، حَدَّثَهُمْ , أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَحِلُّ ثَمَنُ الْكَلْبِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৩
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৩। ইবন আবী দাউদ বলেন, ...... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য এবং ব্যভিচারিণীর বিনিময় হতে নিষেধ করেছেন।*
5703 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا حُمَيْدُ بْنُ الْأَسْوَدِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ , وَمَهْرِ الْبَغِيِّ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৪
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৪। ইবরাহীম ইবন মারযূক বলেন, ...... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেন, কুকুরের বিক্রয় মূল্য হারাম।
5704 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا رَبَاحٌ , عَنْ عَطَاءٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «ثَمَنُ الْكَلْبِ مِنَ السُّحْتِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৫
আন্তর্জাতিক নং: ৫৭০৬
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৫-০৬। ফাহদ বলেন, …… আবু হাযিম হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।*
রাবী' আল মুয়াযযিন বলেন, ...... আতা হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
রাবী' আল মুয়াযযিন বলেন, ...... আতা হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
5705 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ
5706 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
5706 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৬
empty
৫৭০৬।
5706 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৭
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৭-০৮। আবু বকরা ও আলী ইবন শায়রা বলেন, ..... আওন ইবন আবী জুহায়ফা তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।*
5707 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ ح
5708 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
5708 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৮
empty
৫৭০৮।
5708 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০৯
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭০৯। আহমদ ইবন দাউদ বলেন, ..... আবুয যুবাইর বলেন, একবার আমি হযরত জাবির (রাযিঃ)-এর নিকট কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন।
আলোচনা
আবু জা'ফর (রাযিঃ) বলেনঃ এক দল উলামা-ই কিরাম* কুকুরের বিক্রয় মূল্যকে হারাম বলে মন্তব্য করেন এবং তারা উল্লেখিত এসব হাীসকে দলীল হিসেবে পেশ করেন। অপর পক্ষে উলামা-ই কিরামের অন্য একটি দল** এর বিপরীত মত পোষণ করেন। তারা বলেন, সব ধরনের কুকুর, যার দ্বারা উপকৃত হওয়া যায়, তার বিক্রয়মূল্য গ্রহণ করায় কোন অসুবিধা নেই। প্রথম মতের অনুসারীদের বিরুদ্ধে তারা যে দলীল পেশ করেন তা হলো, আমাদের ঐসব রিওয়ায়াত যার মধ্যে একথা রয়েছে যে, এক সময় সর্ব প্রকার কুকুর হত্যা করার নির্দেশ ছিল। কোন ধরনের কুকুর রাখা জায়িয ছিলনা। আর সে সময় কুকুর বিক্রয় করা জায়িয ছিলনা এবং তার বিক্রয় মূল্যও হালাল ছিলনা। আর এ বিষয়ে যে মত হাদীস বর্ণিত হয়েছে, তা হলোঃ
আলোচনা
আবু জা'ফর (রাযিঃ) বলেনঃ এক দল উলামা-ই কিরাম* কুকুরের বিক্রয় মূল্যকে হারাম বলে মন্তব্য করেন এবং তারা উল্লেখিত এসব হাীসকে দলীল হিসেবে পেশ করেন। অপর পক্ষে উলামা-ই কিরামের অন্য একটি দল** এর বিপরীত মত পোষণ করেন। তারা বলেন, সব ধরনের কুকুর, যার দ্বারা উপকৃত হওয়া যায়, তার বিক্রয়মূল্য গ্রহণ করায় কোন অসুবিধা নেই। প্রথম মতের অনুসারীদের বিরুদ্ধে তারা যে দলীল পেশ করেন তা হলো, আমাদের ঐসব রিওয়ায়াত যার মধ্যে একথা রয়েছে যে, এক সময় সর্ব প্রকার কুকুর হত্যা করার নির্দেশ ছিল। কোন ধরনের কুকুর রাখা জায়িয ছিলনা। আর সে সময় কুকুর বিক্রয় করা জায়িয ছিলনা এবং তার বিক্রয় মূল্যও হালাল ছিলনা। আর এ বিষয়ে যে মত হাদীস বর্ণিত হয়েছে, তা হলোঃ
5709 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ جَابِرًا , عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَالسِّنَّوْرِ، فَقَالَ: زَجَرَ عَنْ ذَلِكَ، رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى تَحْرِيمِ أَثْمَانِ الْكِلَابِ كُلِّهَا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا بَأْسَ بِأَثْمَانِ الْكِلَابِ كُلِّهَا , الَّتِي يُنْتَفَعُ بِهَا. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ , عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى , فِيمَا احْتَجُّوا بِهِ عَلَيْهِمْ , مِنَ الْآثَارِ الَّتِي ذَكَرْنَا , أَنَّ الْكِلَابَ , قَدْ كَانَ حُكْمُهَا أَنْ تُقْتَلَ كُلُّهَا , وَلَا يَحِلُّ لِأَحَدٍ إِمْسَاكُ شَيْءٍ مِنْهَا , فَلَمْ يَكُنْ بَيْعُهَا حِينَئِذٍ بِجَائِزِ , وَلَا ثَمَنُهَا بِحَلَالٍ. فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ ,

তাহকীক:
তাহকীক চলমান