মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৫৪ টি

হাদীস নং: ৬১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ সোনা, রূপার পাত্র ব্যবহার করা পুরুষ ও মহিলাদের হারাম।
৬১। আয়েশা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে তার সম্বন্ধে তিনি বলেছেন, সে যেন তার পেটে আগুন প্রবেশ করাচ্ছে।
(ইবন মাজাহ)
كتاب اللباس والزنية
باب تحريم أواني الذهب والفضة على الرجال والنساء
61- عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال في الذي يشرب في إناء فضة كإنما يجرجر في بطنه نارا.
হাদীস নং: ৬২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬২। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি তৈরী করেছিলেন। তিনি এর মোহর (নকশা) হাতের তালুর দিকে রাখতেন। এরপর অন্যান্য লোকেরাও স্বর্ণের আংটি তৈরী করলে তিনি এট ছুঁড়ে ফেলেন এবং রূপা দ্বারা একটি আংটি তৈরী করেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। এবং তাতে আরও আছে যে, এরপর লোকেরাও স্বর্ণের আংটি তৈরী করলে নবী (ﷺ) উঠে বললেন, (এতদিন) আমি এই আংটি পরছিলাম; আমি আর কখনো এটা পরবো না। এরপর তিনি তা ছুঁড়ে ফেলেন এবং লোকেরাও তাদের আংটি ছুঁড়ে ফেলে।
তৃতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি স্বর্ণের আংটি ছিল। তিনি তার মোহর হাতের তালুর দিকে রাখতেন। একদা তিনি সেটা ছুঁড়ে মারলে লোকেরাও তাদের আংটি ছুঁড়ে ফেলে। এরপর তিনি একটি রূপার আংটি তৈরী করেন। তিনি এর সাহায্যে মোহর অংকন করতেন; পরিধান করতেন না।
(বুখারী, মুসলিম ও ইমামত্রয়)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
62- عن ابن عمر قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ذهب وكان يجعل فصه مما يلي كفه فاتخذ الناس فرمى به واتخذ خاتما من ورق وعنه من طريق ثان: بنحوه وفيه فاتخذ الناس خواتيم الذهب فقام النبي صلى الله عليه وسلم فقال إني كنت ألبس هذا الخاتم وإني لن ألبسه أبدا فنبذه الناس خواتيمهم وعنه من طريق ثالث: قال كان للنبي صلى الله عليه وسلم خاتم من ذهب وكان يجعل فصه في باطن يده قال فطرحه ذات يوم فطرح الناس خواتيهم ثم اتخذ خاتما من فضة فكان يختم به ولا يلبسه
হাদীস নং: ৬৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৩। মুহাম্মাদ ইবন মালিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবন আযিব (রা)-এর হাতে একটি স্বর্ণের আংটি দেখলাম। লোকেরা তাকে বলছিল, আপনি কেন স্বর্ণের আংটি ব্যবহার করেন? অথচ নবী (ﷺ) এটা হতে নিষেধ করেছেন? তখন বারা (রা) বললেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় তার সামনে কিছু যুদ্ধলব্ধ সম্পদ ছিল; তিনি এগুলো বণ্টন করছিলেন। সেখানে যুদ্ধবন্দি ও আসবাবপত্র ছিল। তিনি সবকিছু বণ্টন করার পর কেবল এই আংটি অবশিষ্ট ছিল। তারপর তিনি চোখ উঠিয়ে তার সাহাবীগণের দিকে দৃষ্টিপাত করলেন। তারপর দৃষ্টি পুনরায় চোখ উঠিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করলেন এবং বললেন, হে বারা। তখন আমি তাঁর নিকট উপস্থিত হয়ে তাঁর সামনে বসলাম। এরপর তিনি আংটিটি নিয়ে আমার কনিষ্ঠা আঙ্গুল সংলগ্ন কব্জির প্রান্ত ধরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমাকে যা পরিয়েছেন, তা গ্রহণ কর। (বর্ণনাকারী বলেন,) বারা (রা) বলতেন, তোমরা কীভাবে আমাকে সে বস্তু খুলে ফেলার জন্য নির্দেশ দিচ্ছ, যার সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমাকে যা পরিয়েছেন তা তুমি ব্যবহার কর?
(আবূ ইয়া'লা হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারী মুহাম্মাদ ইবন মালিক-কে ইবন হিব্বান (র) ও আবু হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে ইবন হিব্বান (র) বলেছেন, বারা (রা) থেকে তাঁর শ্রুতি প্রমাণিত নেই। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
63- عن محمد بن مالك قال رأيت على البراء بن عازب رضي الله عنه خاتما من ذهب وكان الناس يقولون له لم تختم بالذهب وقد نهى عنه النبي صلى الله عليه وسلم، فقال البراء بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وبين يديه غنيمة يقسمها سي وخرثى فقال فقسمها حتى بقى هذا الخاتم، فرفع طرفه فنظر إلى أصحابه ثم خفض ثم رفع طرفه فنظر إليهم ثم خفض ثم رفع طرفه فنظر إليهم ثم قال أي براء، فجئته حتى قعدت بين يديه فأخذ الخاتم فقبض على كرسوعى ثم قال خذ ما كساك الله ورسوله، قال وكان البراء يقول كيف تأمروني أن أضع ما قال رسول الله صلى الله عليه وسلم البس ما كساك الله ورسوله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৪। আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাজরান এলাকা হতে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলেন। তার হাতে স্বর্ণের আংটি ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে কোন কিছু জিজ্ঞাসা করলেন না। তারপর লোকটি স্বীয় স্ত্রীর নিকট ফিরে গিয়ে উক্ত ঘটনা বর্ণনা করলেন। স্ত্রী বলল, নিশ্চয় আপনার কিছু হয়েছে। আপনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট ফিরে যান। তারপর তিনি তাঁর নিকট আবার উপস্থিত হলেন। সে সময় তার আংটি এবং তাঁর গায়ের জুব্বা ফেলে দিয়েছিলেন। তখন তিনি অনুমতি চাইলে অনুমতি দেওয়া হল। তারপর তিনি জবাব দিলেন। এরপর লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) ইতিপূর্বে আপনার নিকট এসেছিলাম তখন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আমার নিকট এমন অবস্থায় এসেছিলেন যে, তোমার হাতে আগুনের একটি অঙ্গার ছিল। লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) তবে তো আমি অনেক অঙ্গার নিয়ে এসেছি। (বর্ণনাকারী বলেন,) লোকটি বাহরাইন থেকে অনেক অলংকার নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় তুমি যেসব বস্তু নিয়ে এসেছো সেগুলো আমাদের সেরূপ প্রয়োজন পূরণ করতে পারে, যেরূপ মরুভূমির পাথর পূরণ করতে পারে। এসব হল পার্থিব জীবনের ভোগ-সামগ্রী। লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) আমাকে ক্ষমা করুন এবং আপনার সাহাবীগণকে আমার অপারগতা জানিয়ে দিন। তারা যেন ধারণা না করে যে, আপনি আমার ওপর কোন বিষয়ে অসন্তুষ্ট হয়েছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উঠে তাকে ক্ষমার ঘোষণা দিলেন এবং সকলকে জানালেন যে, তার বিষয়ে যা হয়েছে সেটা তার স্বর্ণের আংটি ব্যবহার করার কারণে হয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
64- عن أبي سعيد الخدري أن رجلا قدم من نجران إلى رسول الله صلى الله عليه وسلم وعليه خاتم ذهب فأعرض عنه رسول الله صلى الله عليه وسلم ولم يسأله عن شيء، فرجع الرجل إلى امرأته فحدثها فقالت أن لك لشأنا فارجع إلى رسول الله صلى الله عليه وسلم، فرجع إليه فالتقى خاتمه وجبة كانت عليه، فلما استأذن أذن له وسلم على رسول الله صلى الله عليه وسلم فرد عليه السلام، فقال يا رسول الله أعرضت عني قبل حين جئتك؟ فقال رسول الله صلى الله عليه وسلم أنك جئتني وفي يدك جمرة نار، فقال يا رسول الله لقد جئت إذا بحمر كثير، وكان قد قدم بحلي من البحرين، فقال رسول الله صلى الله عليه وسلم إن ما جئت به غير مغن عنا شيئا إلا ما أغنت حجارة الحرة ولكنه متاع الحياة الدنيا فقال الرجل فقلت يا رسول الله اعذرني في أصحابك لا يظنون أنك سخطت على بشيء، فقام رسول الله صلى الله عليه وسلم فعذره وأخبر أن الذي كان منه إنما كان لخاتمه الذهب
হাদীস নং: ৬৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৫। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি ও লাল বর্ণের পোষাক পরতে এবং রুকু' ও সাজদা অবস্থায় তিলাওয়াত করতে নিষেধ করেছেন।
(হাদীসটি 'লাল বর্ণের পোষাক পরা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
65- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن لبس الحمرة وعن القراءة في الركوع والسجود
হাদীস নং: ৬৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৬। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি রূপার আংটি তৈরী করে পরিধান করলেন। তারপর বললেন, এটা আজ আমাকে তোমাদের হতে অন্যমনস্ক রেখেছে। আমি কখনো আংটির দিকে তাকিয়েছি আর কখনো তোমাদের দিকে তাকিয়েছি। তারপর তিনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ এবং বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
66- عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما فلبسه ثم قال شغلني هذا عنكم منذ اليوم، إليه نظرة وإليكم نظرة، ثم رمى به
হাদীস নং: ৬৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৭। আমর ইবন ইয়া'লা ইবন মুররা সাকাফী (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক ব্যক্তি স্বর্ণের বড় আংটি পরে আসলে তিনি তাকে বললেন, তুমি কি এটার যাকাত আদায় কর? সে বলল, ইয়া রাসূলাল্লাহ। এটার যাকাত কিরূপ? তারপর লোকটি ফিরে গেলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার হাতে আগুনের একটি বড় অংগার রয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে এক বর্ণনাকারী অপরিচিত।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
67- عن عمرو بن يعلى بن مرة الثقفي عن أبيه عن جده قال أتى النبي صلى الله عليه وسلم رجل عليه خاتم من الذهب عظيم، فقال له النبي صلى الله عليه وسلم أتزكى هذا؟ فقال يا رسول الله فما زكاة هذا؟ فلما أدبر الرجل قال رسول الله صلى الله عليه وسلم جمرة عظيمة عليه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৮। আতা ইবন ইয়াযীদ লায়সী (র) সূত্রে আবূ সা'লাবা খুশানী (রা) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) তার হাতে একটি স্বর্ণের আংটি দেখলেন। তখন তিনি তার সঙ্গে থাকা একটি লাঠি দ্বারা তার হাতে আঘাত করতে লাগলেন। এরপর নবী (ﷺ) অন্যমনস্ক হলে তিনি আংটিটি নিয়ে ফেলে দিলেন। তারপর নবী (ﷺ) তার দিকে তাকালেন। তিনি তখন তার আঙ্গুলে আংটি দেখতে না পেয়ে বললেন, আমি কেবল তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতি করলাম।
(নাসাঈ)
(হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
68- عن عطاء بن يزيد الليثي عن أبي ثعلبة الخشني رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رآى في يده خاتما من ذهب فجعل يقرع يده بعود معه فغفل النبي صلى الله عليه وسلم عنه فأخذ الخاتم فرمى به، فنظر النبي صلى الله عليه وسلم فلم يره في إصبعه فقال ما أرانا إلا قد أوجعناك وأغرمناك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৯। সালিম ইবন আবি জা'দ (র) সূত্রে তাঁর কওমের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম। সে সময় আমার হাতে একটি স্বর্ণের আংটি ছিল। তিনি একটি খেজুর গাছের ডাল নিয়ে এর দ্বারা আমার দুই হাতের তালুতে আঘাত করলেন এবং বললেন, তুমি এটা ফেলে দাও। বর্ণনাকারী বলেন, এরপর আমি বের হয়ে তা ফেলে দিলাম। তারপর আমি নবী (ﷺ) -এর নিকট পুনরায় গেলাম। তখন তিনি বললেন, আংটি কোথায়? বর্ণনাকারী বলেন? আমি বললাম, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি তো তোমাকে সেটা দ্বারা (অন্য কোনভাবে) উপকৃত হতে বলেছি। তুমি এটা ফেল না।
দ্বিতীয় সূত্রে তিনি আমাদের 'আশাজাআ' গোত্রের জনৈক ব্যক্তি থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে আরও আছে যে, এরপর আমি এটা নিক্ষেপ করলাম, যা অদ্যাবধি সে অবস্থায়ই রয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) দু'টি সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
69- عن سالم بن أبي الجعد عن رجل من قومه قال دخلت على النبي صلى الله عليه وسلم وعلى خاتم من ذهب فأخذ جريدة فضرب بها كفى وقال أطرحه، قال فخرجت فطرحته ثم عدت إليه، فقال ما فعل الخاتم؟ قال قلت طرحته، قال إنما أمرتك أن تستمتع به ولا تطرحه
وعنه من طريق ثان عن رجل منا من أشجع نحوه وفيه فطرحته إلى يومي هذا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৭০। আবুল কানূদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক যুদ্ধে একটি স্বর্ণের আংটি লাভ করেছি। তারপর সেটা পরে আবদুল্লাহ (রা) এর নিকট আসলাম। তিনি সেটাকে নিয়ে তার চোয়ালের মাঝখানে রেখে চাবিয়ে ফেললেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। অথবা বললেন, স্বর্ণের রিং।
(তায়ালিসী)
(হাদীসটির সনদ সহীহ। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
70- عن أبي الكنود قال أصبت خاتما من ذهب في بعض المغازي فأتيت عبد الله فوضعه بين لحييه فمضغه وقال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتختم بخاتم الذهب أو قال بحلقة الذهب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৭১। আলকামা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নিকট বসা ছিলাম। সে সময় আমাদের সঙ্গে আবদুল্লাহ ইবন হুদায়র (র)-ও উপস্থিত ছিলেন। তারপর আমাদের নিকট হযরত খাব্বাব (রা) উপস্থিত হয়ে বললেন, হে আবূ আবদির রহমান! আপনি যেরূপ কুরআন পাঠ করেন, সেরূপ কি তারাও পাঠ করে? তখন আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন তিনি আমাকে বললেন, তুমি পড়। আপনি তাকে পড়তে বলেছেন, অথচ সে আমাদের মধ্যে বড় ক্বারী নয়? তিনি বললেন, আল্লাহর শপথ! যদি তুমি চাও, তবে রাসূলুল্লাহ (ﷺ) তোমার সম্প্রদায় এবং তার সম্প্রদায় সম্বন্ধে কী বলেছেন, সে সম্বন্ধে অবশ্যই তোমাকে সংবাদ দিব। বর্ণনাকারী বলেন, তারপর আমি সূরা মারয়াম হতে পঞ্চাশটি আয়াত পড়লাম। খাব্বাব (রা) বললেন, সুন্দর পড়েছ। আবদুল্লাহ (রা) বললেন, আমি যা কিছু পড়ি, সেও এগুলো পড়ে। এরপর আবদুল্লাহ (রা) খাব্বাব (রা)-কে বললেন, এই আংটি ছুঁড়ে ফেলার সময় কি এখনো হয় নি? তিনি বললেন, শুনুন। আজকের পর আমার হাতে এটা আর দেখবেন না। (বর্ণনাকারী বলেন,) আংটিটি স্বর্ণের তৈরী ছিল।
(বুখারী)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
71- عن علقمة قال كنا جلوسا يوما عند عبد الله ومعنازيد بن حدير فدخل علينا خباب فقال يا أبا عبد الرحمن كل هؤلاء يقرأ كما تقرأ؟ فقال إن شئت أمرت بعضهم فقرأ عليك، قال أجل، فقال لي اقرأ فقال ابن حدير تأمره يقرأ وليس بأقرئنا؟ فقال أما والله إن شئت لأخبرتك ما قال رسول الله صلى الله عليه وسلم لقومك وقومه قال فقرأت خمسين آية من مريم، فقال خباب أحسنت، فقال عبد الله ما أقرء شيئا إلا هو قرأه ثم قال عبد الله لخباب أما آن الخاتم أن يلقى؟ قال أما لا تراه على بعد اليوم والخاتم ذهب
হাদীস নং: ৭২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭২। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখে বললেন, তোমার কী হল? কেন তুমি জান্নাতীদের অলংকার পরেছ? বর্ণনাকারী বলেন, এরপর সে লোক তাম্র নির্মিত একটি আংটি পরে আসলে তিনি বললেন, আমি তোমার নিকট হতে প্রতিমাপূজারীদের গন্ধ পাচ্ছি। সে বলল, ইয়া রাসূলাল্লাহ। তবে কিসের তৈরী আংটি ব্যবহার করবো? তিনি বললেন, রূপার তৈরী।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীস গারীব।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
72- عن عبد الله بن بريدة عن أبيه قال رأى رسول الله صلى الله عليه وسلم في يد رجل خاتما من ذهب فقال مالك ولحلى أهل الجنة قال فجاء وقد لبس خاتما من صفر فقال أجد منك ريح أهل الأصنام، قال فمم اتخذه يا رسول الله؟ قال من فضة
হাদীস নং: ৭৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭৩। আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এর এক সাহাবীর নিকট স্বর্ণের আংটি দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন তিনি আংটি ফেলে দেন। এরপর তিনি একটি লোহার তৈরী আংটি তৈরী করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন এটা নিকৃষ্ট, এটা জাহান্নামীদের অলংকার। তখন তিনি এটাও ফেলে দেন এবং পরে একটি রূপার আংটি তৈরী করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছু বলেন নি।
দ্বিতীয় সূত্রে তিনি ইবন আবি মুলায়কা (র) থেকে, তিনি আবদুল্লাহ ইবন আমর ইবনল 'আস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একটি স্বর্ণের তৈরী আংটি পরলে রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি এমনভাবে তাকালেন, মনে হল যেন তিনি এটাকে অপছন্দ করেছেন। তখন আবদুল্লাহ ইবন আমর (রা) সেটা ফেলে দেন। পরে তিনি একটি লোহার আংটি তৈরী করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা অধিক নিকৃষ্ট, এটা অধিক নিকৃষ্ট। তখন তিনি সেটাও ফেলে দেন। এরপর একটি রূপার আংটি তৈরী করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছু বলেন নি।
(হাদীসটি দ্বিতীয় সূত্রে হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদের প্রথম সূত্র নির্ভরযোগ্য। দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুআম্মিল দুর্বল।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
73- عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم رأى على بعض أصحابه خاتما من ذهب فأعرض عنه فألقاه واتخذ خاتما من حديد فقال إن هذا شر هذا حلية أهل النار فألقاه فاتخذ خاتما من ورق فسكت عنه
ومن طريق ثان عن ابن أبي مليكة عن عبد الله بن عمرو بن العاص أنه لبس خاتما من ذهب فنظر إليه رسول الله صلى الله عليه وسلم كأنه كرهه فطرحه، ثم لبس خاتما من حديد فقال هذا أخبث وأخبث فطرحه، ثم لبس خاتما من ورق فسكت عنه
হাদীস নং: ৭৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭৪। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক লোকের হাতে একটি স্বর্ণের আংটি দেখে বললেন, এটা ফেলে দাও। তখন সে ফেলে দেয়। তারপর সে একটি লোহার আংটি পরে। তখন তিনি বললেন, এটা সেটা অপেক্ষা নিকৃষ্ট। তারপর সে রূপার আংটি পরে। তখন তিনি তাকে কিছু বলেন নি।
((হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে বর্ণনাকারী আম্মার ইবন আবি আম্মার (র) উমর (রা)-এর সাক্ষাত পান নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
74- عن عمر بن الخطاب رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم رأى في يد رجل خاتما من ذهب فقال ألق ذا فألقاه، فتختم بخاتم من حديد فقال ذا شر منه، فتختم بخاتم من فضة فسكت عنه
হাদীস নং: ৭৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৫। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি রূপার আংটি তৈরী করেছিলেন। এটা (তাঁর মৃত্যু পর্যন্ত) তাঁর হাতেই ছিল। তাঁর পরে আবু বাকর (রা)-এর হাতে, এরপর উমর (রা)-এর হাতে, এরপর উসমান (রা)-এর হাতে ছিল। তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদিত ছিল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
75- عن ابن عمر قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ورق فكان في يده، ثم كان في يد أبي بكر من بعده، ثم كان في يد عمر، ثم كان في يد عثمان رضي الله عنهم نقشه محمد رسول الله
হাদীস নং: ৭৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৬। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) রূমে (বাদশহার নিকট) পত্র পাঠাতে চাইলেন, লোকেরা বললেন, তারা মোহারাঙ্কন ব্যতীত কোন পত্র পাঠ করে না। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি তৈরী করলেন। আমি যেন এখনো রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে এর শুভ্রতা প্রত্যক্ষ করছি। আংটিতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদিত ছিল।
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
76- عن أنس بن مالك قال لما أراد رسول الله أن يكتب إلى الروم قالوا إنهم لا يقرءون كتابا إلا مختوما قال فاتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من فضة كأني أنظر إلى بياضه في يد رسول الله صلى الله عليه وسلم نقشه محمد رسول الله
হাদীস নং: ৭৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৭। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একটি আংটি তৈরী করে বললেন, আমি একটি আংটি তৈরী করেছি এবং তাতে একটি বিশেষ নকশা অংকন করেছি। সুতরাং কোন ব্যক্তি যেন আংটিতে অনুরূপ নকশা না আঁকে।
(মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
77- وعنه أيضا قال اصطنع رسول الله صلى الله عليه وسلم خاتما فقال إنا قد اصطنعنا خاتما ونقشنا فيه نقشا فلا ينقش أحد عليه
হাদীস নং: ৭৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৮। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর রূপার তৈরী একটি আংটি ছিল। এর পাথর ছিল হাবশী। (হাবশার পাথর অথবা হাবশী রংয়ের অর্থাৎ কালো।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
78- وعنه أيضا قال كان لرسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم خاتم ورق فصه حبشي
হাদীস নং: ৭৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর আংটি রূপার তৈরী ছিল, যার পাথরের অংশটি ছিল রূপার।
(বুখারী, তিরমিযী, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
79- وعنه أيضا قال كان خاتم النبي صلى الله عليه وسلم فضة فصه منه
হাদীস নং: ৮০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৮০। ইবন শিহাব (র) থেকে বর্ণিত যে, আনাস ইবন মালিক (রা) তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে রূপার একটি আংটি দেখলেন। তারপর লোকেরাও রূপার আংটি তৈরী করল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আংটি ফেলে দেন। লোকেরাও তাদের আংটি ফেলে দেয়।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
80- عن ابن شهاب أن أنس بن مالك رضي الله عنه أخبره أنه رأى في يد رسول الله صلى الله عليه وسلم خاتما من ورق يوما واحدا ثم أن الناس اضطربوا الخواتيم من ورق ولبسوها فطرح النبي صلى الله عليه وسلم خاتمه فطرح الناس خواتيمهم
tahqiq

তাহকীক: