মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৮২ টি

হাদীস নং: ১৪০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪০. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি 'উমর (রা)-এর নিকট কিছু চাওয়ার জন্য আসে। তখন উমর (রা) একবার তার মাথার এবং একবার তার পায়ের দিকে তাকিয়ে তাকে ক্লেশ ও বিদীর্ণ অবস্থায় দেখতে পেলেন, এরপর 'উমর (রা) তাকে বললেন, তুমি কত সম্পদের মালিক? সে বললো, আমি চল্লিশটি উটের মালিক। ইবন 'আব্বাস (রা) বলেন, তখন আমি বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন যে, "স্বর্ণ অলংকারে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। 'উমর (রা) বললেন, তা কি? আমি বললাম, এভাবে উবাই ইব্‌ন কা'ব (রা) পাঠ করেছেন। তিনি বললেন, চল আমরা তার কাছে যাই। তিনি বলেন, এরপর আমরা উবাইয়ের কাছে এসে তাকে বললাম, এ ব্যাপারে তুমি কি বল? উবাই বললেন, এভাবে রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করেছেন। তিনি বললেন, আমরা কি এর উপর অবিচল থাকব? তিনি বললেন, এর উপর অবিচল থাক।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن ابن عباس (3) قال جاء رجل إلى عمر رضي الله عنه يسأله فجعل ينظر إلى رأسه مرة وغلى رجليه أخرى هل يرى عليه من البؤس شيئا ثم قال له عمر كم مالك؟ قال أربعون من الابل قال ابن عباس فقلت صدق الله ورسوله لو كان لابن آدم واديان من ذهب لابتغى الثالث ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب فقال عمر ما هذا؟ فقلت هكذا اقرأنيها أبي بن كعب قال فمر بنا إليه قال فجاء إلى أبي فقال ما يقول هذا؟ قال أبي هكذا اقرأنيها رسول الله صلى الله عليه وسلم قال فأثبتها قال فأثبتها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪১. ইবন জুরাইজ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আতা (র) নিকট থেকে শুনেছি, তিনি বলেন, আমি ইবন 'আব্বাস (রা) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) বলেছেন, ধন-সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে আর ও সমপরিমাণ সম্পদের জন্য লালায়িত থাকবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। তবে যে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। তখন ইবন 'আব্বাস (রা) বললেন, আমি জানিনা, এটা কি কুরআনের অংশ, না অংশ নয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
حدثنا روح (4) حدثنا ابن جريج قال سمعت عطاءا يقول سمعت ابن عباس يقول قال نبي الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا مالا لأحب ان له اليه مثله ولا يملأ نفس ابن آدم الا التراب والله يتوب على من تاب فقال ابن عباس فلا أدرى أمن القرآن هو أم لا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪২. মাসরুক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি 'আয়েশা (রা) কে জিজ্ঞেস করেছিলাম, রাসূলুল্লাহ (ﷺ) যখন ঘরে প্রবেশ করেন, তখন কিছু বলেন কিনা? তিনি বললেন, তিনি যখন ঘরে প্রবেশ করেন, তখন এ উদাহরণ দেন যে, ধনসম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুতে ভরবে না। আর নামায কায়েম করা ও যাকাত আদায়ের জন্যই মালের প্রয়োজন। বস্তুত যে আল্লাহ্ কাছে তওবা করবে, আল্লাহ্ তার তওবা কবুল করবেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن مسروق (6) قال قلت لعائشة رضي الله عنها هل كان رسول الله صلى الله عليه وسلم يقول شيئا إذا دخل البيت؟ قالت كان اذا دخل البيت تمثل لو كان لابن آدم واديان من مال لابتغى واديا ثالث ولا يملاء فمه الا التراب وما جعلنا المال الا لاقام الصلاة وايتاء الزكاة ويتوب الله على من تاب
হাদীস নং: ১৪৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৩. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আমি জানিনা, তাঁর উপর কোন কিছু অবতীর্ণ হয়েছে নাকি তিনি নিজে তা বলেছেন? তিনি বলেন, "ধন-সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি আদম সন্তানকে দেয়া হয়, তবুও সে তৃতীয়টির জন্য আকাঙ্ক্ষা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুতেই ভরবে না। আর যে আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন।"
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن أنس (1) قال كنت اسمع رسول الله صلى الله عليه وسلم يقول فلا أدري أشيء نزل عليه أم شيء يقوله؟ وهو يقول لو كان لابن آدم واديان من مال لابتغى لهما ثالثا ولا يملاء جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب
হাদীস নং: ১৪৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৪. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, "আদম সন্তানের যদি একটি খেজুরের উপত্যকা থাকে, তবুও সে অনুরূপ আরো একটির প্রত্যাশা করবে। এরপর আরো একটির প্রত্যাশা করবে, অবশেষে সে আরো অধিক উপত্যকার কামনা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না।"
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن جابر بن عبد الله (2) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو كان لابن آدم واد من نخل تمنى مثله ثم تمنى مثله حتى يتمنى أودية ولا يملأ جوف ابن آدم إلا التراب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৫. যায়দ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে পাঠ করেছিলাম যে, "আদম সন্তানের যদি স্বর্ণ-রৌপ্যের দুটি উপত্যকাও থাকে, তবুও সে অন্য আরেকটির আকাঙ্ক্ষা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুতেই ভরবে না। আর যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন।"
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن زيد بن أرقم (3) قال لقد كنا نقرأ على عهد رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب وفضة لابتغى اليهما آخر ولا يملاء بطن ابن آدم إلا التراب ويتوب الله على من تاب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একজন লোকের বয়স বাড়লে তার শরীর দুর্বল হয়ে যায়। তখন তার অন্তর দুটি জিনিষের ভালবাসায় যৌবনদীপ্ত থাকে, আর তাহলো, দীর্ঘ জীবন লাভ ও সম্পদের মোহ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن أبي هريرة (4) عن النبي صلى الله عليه وسلم قال الشيخ يكبر ويضعف جسمه وقلبه شاب على حب اثنين طول العمر والمال
হাদীস নং: ১৪৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৭. আনাস (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, আদম সন্তান বৃদ্ধ হতে থাকে, কিন্তু তার মধ্যে দুটি স্বভাব বাকী থাকে: সম্পদের লোভ-লালসা ও দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن أنس (5) أن النبي صلى الله عليه وسلم قال يهرم (6) ابن آدم وتبقى منه اثنتان (7) الحرص والأمل
হাদীস নং: ১৪৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৮. কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চাইতে অনেক বেশী তার ধর্মের ক্ষতি সাধন করে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن كعب بن مالك (8) أن النبي صلى الله عليه وسلم قال ما ذئبان جائعان ارسلا في غنم أفسد لها من حرص المرء على المال والشرف لدينه
হাদীস নং: ১৪৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৯. বুরায়দ ইবন আখরাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রা) কে বলতে শুনেছি। আহলে সুফফার এক ব্যক্তি মৃত্যুবরণ করলে তখন বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ), সে এক দীনার অথবা দিরহাম ঋণ রেখে গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ধরনের অবস্থায় তোমরাই তার জানাযার নামায পড়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن بريد بن أخرم (1) قال سمعت عليا يقول مات رجل من أهل الصفة فقيل يا رسول الله ترك دينارا أو درهما فقال كيتات صلوا على صاحبكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৫০. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার শরীরের কোন অঙ্গ ধরে বললেন, হে 'আবদুল্লাহ! দুনিয়াতে তুমি মুসাফির অথবা পথচারী হয়ে থেকো, এবং তোমার নফসকে মৃত্যুর জন্য প্রস্তুত করে রাখ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن ابن عمر (2) قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال يا عبد الله كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وأعدد نفسك في الموتى
হাদীস নং: ১৫১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৫১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একজন বেদুঈন নবী (ﷺ)-এর সাথে খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করে সে তার ভাগে দুটি দিনার লাভ করে। বেদুঈন সেটা নিয়ে তার জামার সাথে সিলাই করে নেয় এবং মিশিয়ে রাখে। তারপর লোকটি হঠাৎ মারা গেলে লোকেরা তার কাছে দুটি দিনার পেল। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তার বিষয়টি উল্লেখ করা হলে তিনি বললেন, এগুলো হবে জাহান্নামের দুটি ছ্যাকা!
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن أبي هريرة (3) أن اعرابيا غزا مع النبي صلى الله عليه وسلم خيبر فأصابه من سهمه ديناران فأخذهما الاعرابي فجعلهما في عباءته وخيط عليهما ولف عليهما فمات الاعرابي فوجدوا الدينارين فذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال كيتان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৫২. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি কালো দাস রাসূলের নিকট ইসলাম গ্রহণ করে। তারপর সে মারা যায় রাসূল (ﷺ) কে বিষয়টি জানানো হলে তিনি বললেন, দেখ তো সে কিছু রেখে গেছে কিনা? লোকেরা বললো, দুটি দিনার রেখে গেছে। তখন রাসূল (ﷺ) বললেন, এগুলো হবে জাহান্নামের দুটি ছ্যাকা!
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن عبد الله (4) قال لحق بالنبي صلى الله عليه وسلم عبد أسود فمات فأوذن النبي صلى الله عليه وسلم فقال انظروا هل ترك شيئا؟ فقالوا ترك دينارين فقال النبي صلى الله عليه وسلم كيتان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মৃত্যু ও আশা সম্পর্কে যা বর্ণিত হয়ছে
১৫৩. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বর্গাকৃতির একটি চতুর্ভুজ আঁকলেন, তারপর এর মাঝখান বরাবর একটি সরলরেখা টানেন এবং চতুর্ভুজের মাঝ বরাবর তার পাশ দিয়ে অনেকগুলো ছোট ছোট রেখা টানেন, তারপর চতুর্ভুজের বাইরে দিয়ে একটি সরলরেখা টেনে বলেন, তোমরা কি জান এটা কি? তারা বললো, আল্লাহ ও তাঁর রাসূল-ই ভাল জানেন। তখন তিনি বলেন, মধ্যখানের সরলরেখাটি হলো মানুষ, আর তার চারপাশের এ সরলরেখাসমূহ হলো তার বিপদাপদ, (বা মৃত্যু) যা চারিদিক থেকে তাকে বেষ্টন করে আছে। কোন একটি বিপদ তার জীবন থেকে ফসকে গেলে অপরটি তাকে আঁচড় দেয়। চতুর্ভুজ রেখাটি তার মৃত্যু, আর বাইরের রেখাটি তার কামনা বাসনা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الأجل والأمل
عن عبد الله بن مسعود (5) عن النبي صلى الله عليه وسلم انه خطا خطا مربعا وخط خطا وسط الخط المربع وخطوطا إلى جنب الخط الذي وسط الخط المربع وخط خارج من الخط المربع (6) قال هل تدرون ما هذا؟ قالوا الله ورسوله أعلم قال هذا الاسنان الخط الأوسط وهذا الخطوط التي الى جنبه الاعراض (7) تنهشه من كل مكان ان اخطأه هذا اصابه هذا والخط المربع الاجل المحبط به والخط الخارج الأمل
হাদীস নং: ১৫৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মৃত্যু ও আশা সম্পর্কে যা বর্ণিত হয়ছে
১৫৪. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম (ﷺ) তাঁর সামনে একটি ডাল গাড়লেন এবং তার পাশেই অন্য আরেকটি গাড়লেন, এরপর দূরে একটি গাড়লেন। তারপর বললেন, তোমরা কি জান, এটা কি? তারা বললো, আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) ভাল জানেন। তখন তিনি বললেন, এ হলো মানুষ (প্রথমটি), আর এ হলো তার মৃত্যু (দ্বিতীয়টি), আর এ হলো তার কামনা- বাসনা (তৃতীয়টি)। সে কামনা-বাসনায় আসক্ত অথচ মৃত্যু তাকে আচড় দিচ্ছে (অর্থাৎ মানুষ ভবিষ্যতের দীর্ঘ কামনা-বাসনায় লিপ্ত থাকে, অথচ তার নিকট মৃত্যুকে ভুলে যায়)।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الأجل والأمل
عن أبي سعيد الخدري (1) أن النبي صلى الله عليه وسلم غرز بين يديه غرزا ثم غرز الى جنبه آخر ثم غرز الثالث فأبعده ثم قال هل تدرون ما هذا؟ قالوا الله ورسوله أعلم قال هذا الانسان وهذا أجله وهذا أمله (2) يتعاطى الأمل يختلجه الأجل دون ذلك
হাদীস নং: ১৫৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মৃত্যু ও আশা সম্পর্কে যা বর্ণিত হয়ছে
১৫৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের আঙ্গুল একত্রিত করে তা যমীনের উপর রাখেন। এরপর বলেন, এ হলো আদম সন্তান! তারপর হাত উঠালেন তারপর আর একটু পিছনে আবার হাত রেখে বললেন, এ হলো তোমাদের মৃত্যু। এরপর তিনি তার হাত সামনের দিকে রেখে বললেন, এটা তোমাদের কামনা-বাসনা (অর্থাৎ তোমাদের কামনা-বাসনা অনেক দুরে, অথচ তোমাদের মৃত্যু অতি নিকটে)।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের আঙ্গুল দিয়ে মাটিতে আঁচড় দিয়ে বললেন, এ হলো- ইব্‌ন আদম। এরপর তিনি তার হাত দিয়ে আঁচড় দিয়ে বললেন, এ হলো- তার মৃত্যু। এরপর তিনি দুরে ইংগিত করে বললেন, এ হলো তার কামনা-বাসনা। একথা তিনি তিনবার বললেন।
তার তৃতীয় বর্ণনায় তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তিনটি প্রস্তরখন্ড হাতে নিলেন। তারপর একটি রাখলেন, তারপর দ্বিতীয়টি তাঁর সামনে রাখলেন এবং তৃতীয়টি দুরে নিক্ষেপ করলেন। এরপর বললেন, এ হলো আদম সন্তান, এ হলো তার মৃত্যু,' আর যেটি নিক্ষেপ করা হলো, সেটি হলো তার কামনা-বাসনা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الأجل والأمل
عن أنس بن مالك (4) ان رسول الله صلى الله عليه وسلم جمع أصابعه فوضعها على الأرض فقال هذا ابن آدم ثم رفعها خلف ذلك قليلا وقال هذا أجله ثم رمى بيده أمامه قال وثم أمله (5) (وعنه من طريق ثان) (6) قال جمع رسول الله صلى الله عليه وسلم أنامله فنكتهن (7) في الأرض فقال هذا ابن آدم وقال بيده خلف ذلك (8) وقال هذا اجله قال وأومأ بين يديه (9) قال وثم (10) أمله ثلاث مرار (وعنه من طريق ثالث) (11) أن رسول الله صلى الله عليه وسلم أخذ ثلاث حصيات فوضع واحدة ثم وضع أخرى بين يديه ورمى بالثالثة (12) فقال هذا ابن آدم وهذا أجله وذاك أمله التي رمى بها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উম্মতে মুহাম্মাদীর বয়স হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৬. 'আবদুল্লাহ ইবন দিনার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন 'উমর (রা) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের আয়ু তোমাদের পূর্ববর্তী উম্মতের তুলনায় আসর ও সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের মত।
তাঁর দ্বিতীয় বর্ণনায় ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসা ছিলাম। আসরের পরে তখন সূর্য মক্কার কুআয়কিআন পাহাড়ের কাছে ছিল। তখন তিনি বললেন, যারা অতিবাহিত হয়েছে, তাদের তুলনায় তোমাদের আয়ু দিনের যতটুকু অংশ বাকী রয়েছে, সে পরিমাণ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في اعمار الأمة المحمدية
عن عبد الله بن دينار (13) سمعت ابن عمر رضي الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم أجلكم في أجل من كان قبلكم (14) كما بين صلاة العصر إلى غروب الشمس (ومن طريق ثان) (1) عن مجاهد عن ابن عمر أيضا قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم والشمس على فعيفعان (2) بعد العصر فقال ما أعماركم في أعمار من مضى الا كما بقى من النهار فيما مضى منه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উম্মতে মুহাম্মাদীর বয়স হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৭. আবূ হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ষাট অথবা সত্তর বছর জীবনকাল অতিবাহিত হওয়ার পর আল্লাহ তার বান্দার কোন আপত্তির সুযোগ রাখেননি অবশ্যই আল্লাহ তার আপত্তির সুযোগ রাখেননি।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার আয়ু ষাট অথবা সত্তর বছর হয়েছে আল্লাহ্ তার আপত্তির কোন সুযোগ রাখেননি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في اعمار الأمة المحمدية
عن أبي هريرة (3) عن النبي صلى الله عليه وسلم قال لقد أعذر الله إلى عبد أحياه حتى بلغ ستين أو سبعين سنة (4) لقد أعذر الله لقد أعذر الله اليه (وعنه طريق ثان) (5) قال قال رسول الله صلى الله عليه وسلم من عمر ستين أو سبعين سنة فقد أعذر اليه في العمر
হাদীস নং: ১৫৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উম্মতে মুহাম্মাদীর বয়স হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৮. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে চল্লিশ বছর জীবন অতিবাহিত করে, আল্লাহ তার উপর থেকে তিন প্রকার বিপদ দূর করে দেন। পাগলামী, কুষ্ঠরোগ ও শ্বেত রোগ। যখন তার বয়স পঞ্চাশ বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার হিসাব সহজ করেন, আর যখন তার বয়স ষাট বছরে পৌঁছে, তখন আল্লাহ তাকে যেমন চান তেমন তওবার সুযোগ দান করেন আর যখন তার বয়স ৭০ বছরে পৌঁছে তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং আসমান-বাসীরাও তাকে ভালোবাসে। আর যখন তার বয়স আশি বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার নেক আমল কবুল করেন এবং তার বদ বা খারাপ আমলসমূহ মাফ করে দেন। আর যখন তার বয়স নব্বই বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাঁকে তাঁর যমীনে বন্দী হিসাবে আখ্যায়িত করেন, এবং সে তার পরিবারের লোকদের জন্য সুপারিশকারী হয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في اعمار الأمة المحمدية
عن انس بن مالك (6) أن رسول الله صلى الله عليه وسلم قال ما من معمر يعمر في الإسلام أربعين سنة الا صرف الله عنه ثلاثة أنواع من البلاء الجنون والجذام والبرص فإذا بلغ خمسين سنة لين الله عليه الحساب فإذا بلغ ستين رزقه اللله الانابة اليه بما يحب فإذا بلغ سبعين سنة أحبه الله وأحبه أهل السماء فإذا بلغ الثمانين قبل الله حسناته وتجاوز عن سيئاته فإذا بلغ تسعين غفر الله له ما تقدم من ذنبه وما تأخر وسمي أسير الله في أرضه وشفع لأهل بيته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : কৃপণতার প্রতি ভীতি প্রদর্শন
১৫৯. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, সাবধান, তোমরা কৃপণতা থেকে দুরে থাক। কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু তারা তা ছিন্ন করেছে, আল্লাহ তাদেরকে কৃপণতা না করতে নির্দেশ দিয়েছেন, অথচ তারা কৃপণতা করেছে। আর আল্লাহ তাদেরকে পাপ কাজ না করতে নির্দেশ দিয়েছেন, অথচ তারা পাপ কাজ করেছে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الشح والبخل
عن عبد الله بن عمرو بن العاص (1) قال سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول اياكم والشح فإن الشح أهلك من كان قبلكم أمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالبخل فبخلوا وأمرهم بالفجور ففجروا