ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৭৫
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৫) (আলী রা.র পৌত্র) ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা বলেন, আমি আমার পিতা মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যার সাথে তাওফাফ করি । তিনি হজ্জ ও উমরা একত্র করেছিলেন। তখন তিনি উভয়ের জন্য দুইবার তাওয়াফ করেন এবং দুইবার সাঈ করেন । এবং তিনি আমাকে বলেন যে, (তার পিতা) আলী রা. এরূপ করেছেন এবং তিনি তাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
عن إبراهيم بن محمد بن الحنفية قال: طفت مع أبي وقد جمع بين الحج والعمرة فطاف لهما طوافين وسعى لهما سعيين وحدثني أن عليا رضي الله عنه فعل ذلك وقد حدثه أن رسول الله صلى الله عليه وسلم فعل ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৪৭৬
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৬) আলী রা. ও ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তারা উভয়ে বলেছেন, কিরানকারী দুইবার তাওয়াফ করবে।
عن علي وابن مسعود رضي الله عنهما قالا: القارن يطوف طوافين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৭৭
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি হজ্জ ও উমরার (একত্রে) ইহরাম করবে তার উভয় ইবাদতের জন্য একবার তাওয়াফ করা ও একবার সাঈ করাই যথেষ্ট হবে। এতেই সে উভয় ইবাদত থেকে হালাল হয়ে যাবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من أحرم بالحج والعمرة أجزأه طواف واحد وسعي واحد عنهما حتى يحل منهما جميعا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৭৮
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ ও উমরাহ একত্র (কিরান) করেছিলেন। তখন তিনি উভয়ের জন্য একটিমাত্র তাওয়াফ করেছিলেন।
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قرن الحج والعمرة فطاف لهما طوافا واحدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৭৯
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৯) আয়িশা রা. বিদায় হজ্জের বর্ণনায় বলেন, যারা হজ্জ ও উমরা একত্র করে (কিরান) পালন করেছিলেন তারা শুধুমাত্র একবার তাওয়াফ করেছিলেন।
عن عائشة رضي الله عنها في صفة حجة الوداع: وأما الذين جمعوا بين الحج والعمرة فإنما طافوا طوافا واحدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৮০
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৮০) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি হজ্জ ও উমরাহ একত্রে ইহরাম করেন এবং উভয়ের জন্য একবার তাওয়াফ করেন ।
عن عبد الله بن عمر رضي الله عنهما أنه أهل بالحج والعمرة فطاف لهما طوافا واحدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা