ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৫
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৫) (আলী রা.র পৌত্র) ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা বলেন, আমি আমার পিতা মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যার সাথে তাওফাফ করি । তিনি হজ্জ ও উমরা একত্র করেছিলেন। তখন তিনি উভয়ের জন্য দুইবার তাওয়াফ করেন এবং দুইবার সাঈ করেন । এবং তিনি আমাকে বলেন যে, (তার পিতা) আলী রা. এরূপ করেছেন এবং তিনি তাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
عن إبراهيم بن محمد بن الحنفية قال: طفت مع أبي وقد جمع بين الحج والعمرة فطاف لهما طوافين وسعى لهما سعيين وحدثني أن عليا رضي الله عنه فعل ذلك وقد حدثه أن رسول الله صلى الله عليه وسلم فعل ذلك
হাদীসের ব্যাখ্যা:
কিরান হজ্জে উমরাহ ও হজ্জ একত্রে পালন করা হয়। ইমাম আবু হানীফা ও অন্যান্য কতিপয় ফকীহের মতে এতে উমরাহর জন্য একবার তাওয়াফ ও সাঈ করতে হবে এবং হজ্জের জন্য দ্বিতীয়বার তাওয়াফ ও সাঈ করতে হবে। অন্যান্য ফকীহের মতে কিরান হজ্জে উমরাহ ও হজ্জ একত্র হয়ে একটি ইবাদতে পরিণত হয়। এজন্য একটিবার মাত্র তাওয়াফ ও সাঈ করতে হবে। উভয় মতের পক্ষে হাদীস বর্ণিত হয়েছে। এই অনুচ্ছেদে হাদীসগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
