ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৭৬
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৬) আলী রা. ও ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তারা উভয়ে বলেছেন, কিরানকারী দুইবার তাওয়াফ করবে।
عن علي وابن مسعود رضي الله عنهما قالا: القارن يطوف طوافين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৭৬ | মুসলিম বাংলা