ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৬
হজ্ব - উমরার অধ্যায়
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৬) আলী রা. ও ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তারা উভয়ে বলেছেন, কিরানকারী দুইবার তাওয়াফ করবে।
كتاب الحج
عن علي وابن مسعود رضي الله عنهما قالا: القارن يطوف طوافين
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা১, সায়ীদ ইবন মানসুর২ ও তাহাবি৩। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)।৪ [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৪৩১৩; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩৯৪১]
মুহাম্মাদ কিতাবুল আসার গ্রন্থে এবং আবু উমার ইবন আব্দুল বারর তামহীদ গ্রন্থে সুন্দর সনদে আলী থেকে অনুরূপ মতামত সঙ্কলন করেছেন তাহাবি ও ইবন হাযম ইবন মাসউদ থেকে সুন্দর সনদে অনুরূপ মতামত সঙ্কলন করেছেন । দারাকুতনি এই অর্থে একটি হাদীস ইমরান ইবনুল হুসাইন রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলিত করেছেন এবং হাদীসটি দুর্বল বলে উল্লেখ করেছেন ইবনুত তুরকমানি এবং ইবনুল হুমাম বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করে দেখিয়েছেন যে, হাদীসটিতে দুর্বলতা নেই। ইবন আবী শাইবা হাসান সনদে অনুরূপ মতামত হাসান ইবন আলী থেকে উদ্ধৃত করেছেন ।
১। আল মুসান্নাফ ৩/২৯১।
২। আল জাওহারুন নাকি গ্রন্থে (৫/১০৮) উল্লেখ করা হয়েছে।
৩। শারহু মাআনিল আসার ২/২০৫।
৪। আল জাওহারুন নাকি গ্রন্থে ৫/১০৮ অনুরূপ বলা হয়েছে।
মুহাম্মাদ কিতাবুল আসার গ্রন্থে এবং আবু উমার ইবন আব্দুল বারর তামহীদ গ্রন্থে সুন্দর সনদে আলী থেকে অনুরূপ মতামত সঙ্কলন করেছেন তাহাবি ও ইবন হাযম ইবন মাসউদ থেকে সুন্দর সনদে অনুরূপ মতামত সঙ্কলন করেছেন । দারাকুতনি এই অর্থে একটি হাদীস ইমরান ইবনুল হুসাইন রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলিত করেছেন এবং হাদীসটি দুর্বল বলে উল্লেখ করেছেন ইবনুত তুরকমানি এবং ইবনুল হুমাম বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করে দেখিয়েছেন যে, হাদীসটিতে দুর্বলতা নেই। ইবন আবী শাইবা হাসান সনদে অনুরূপ মতামত হাসান ইবন আলী থেকে উদ্ধৃত করেছেন ।
১। আল মুসান্নাফ ৩/২৯১।
২। আল জাওহারুন নাকি গ্রন্থে (৫/১০৮) উল্লেখ করা হয়েছে।
৩। শারহু মাআনিল আসার ২/২০৫।
৪। আল জাওহারুন নাকি গ্রন্থে ৫/১০৮ অনুরূপ বলা হয়েছে।