ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৭
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি হজ্জ ও উমরার (একত্রে) ইহরাম করবে তার উভয় ইবাদতের জন্য একবার তাওয়াফ করা ও একবার সাঈ করাই যথেষ্ট হবে। এতেই সে উভয় ইবাদত থেকে হালাল হয়ে যাবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من أحرم بالحج والعمرة أجزأه طواف واحد وسعي واحد عنهما حتى يحل منهما جميعا
