ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৮
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ ও উমরাহ একত্র (কিরান) করেছিলেন। তখন তিনি উভয়ের জন্য একটিমাত্র তাওয়াফ করেছিলেন।
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قرن الحج والعمرة فطاف لهما طوافا واحدا
