ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৯
হজ্ব - উমরার অধ্যায়
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৯) আয়িশা রা. বিদায় হজ্জের বর্ণনায় বলেন, যারা হজ্জ ও উমরা একত্র করে (কিরান) পালন করেছিলেন তারা শুধুমাত্র একবার তাওয়াফ করেছিলেন।
كتاب الحج
عن عائشة رضي الله عنها في صفة حجة الوداع: وأما الذين جمعوا بين الحج والعمرة فإنما طافوا طوافا واحدا
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-১৫৫৬; সহীহ মুসলিম, হাদীস-১২১১; সুনান আবু দাউদ, হাদীস-১৭৮১; সুনান নাসায়ি, হাদীস-২৭৬৪]