ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৪
কিরান হজ্জ
(১৪৭৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, (তাবিয়ি) সুবাই ইবন মা'বাদ হজ্জ ও উমরা একত্রিত (কিরান) করেন এবং তিনি দুইবার তাওয়াফ ও দুইবার সাঈ করেন।... তিনি উমার ইবনুল খাত্তাব রা.কে বিষয়টি জানান । তখন উমার রা. বলেন, তুমি তোমার নবীর সুন্নত পালনের তাওফীক পেয়েছ ।
عن إبراهيم النخعي أن الصبي بن معبد قرن بين الحج والعمرة فطاف لهما طوافين وسعى سعيين ولم يحل بينهما وأهدى وأخبر بذلك عمر بن الخطاب رضي الله عنه فقال عمر رضي الله عنه: هديت لسنة نبيك
