ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৭৩
হজ্ব - উমরার অধ্যায়
কিরান হজ্জ
(১৪৭৩) তাবিয়ি সুবাই ইবন মা'বাদ তাগলিবি১ থেকে বর্ণিত, তিনি হজ্জ ও উমরার জন্য একত্রে তালবিয়া বলেন (কিরান করেন)। পরে তিনি বিষয়টি উমার রা.কে জানান। তখন উমার রা. বলেন, তুমি তোমার নবী (ﷺ) এর সুন্নত পালনের তাওফীক পেয়েছ।
كتاب الحج
عن الصبي بن معبد التغلبي أنه أهل بالحج والعمرة جميعا فذكر ذلك لعمر رضي الله عنه فقال هديت لسنة نبيك صلى الله عليه وسلم
হাদীসের তাখরীজ (সূত্র):
(তায়ালিসি২, আবু দাউদ৩, নাসায়ি৪, ইবন মাজাহ৫। দারাকুতনি হাদীসটিকে সহীহ বলেছেন)।৬ [মুসনাদ তায়ালিসি, হাদীস-৫৮; সুনান আবু দাউদ, হাদীস-১৭৯৮; সুনান নাসায়ি, হাদীস-২৭১৯; সুনান ইবন মাজাহ, হাদীস-২৯৭০]
————————————————————
১। ['তাগলিবি' শব্দটি অনুবাদকের প্রতিস্থাপন, গ্রন্থকার উল্লেখ করেছেন 'সা'লাবি'। দেখুন: তাবারানি, আল মু'জামুল আওসাত ৯/১৫৮; ইবনুল আসীর, জামিউল উসুল ১২/৫২৪; যাইলায়ি নাসবুর রায়াহ ৩/১০৯। -সম্পাদক]
২। তায়ালিসি, আল-মুসনাদ ১/১২।
৩। আবু দাউদ, আস-সুনান ২/১৫৮।
৪। নাসায়ি, আস সুনান ৫/১৪৬ ১৪৭।
৫। ইবন মাজাহ, আস সুনান ২/৯৮৯।
৬। যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/১০৯।
————————————————————
১। ['তাগলিবি' শব্দটি অনুবাদকের প্রতিস্থাপন, গ্রন্থকার উল্লেখ করেছেন 'সা'লাবি'। দেখুন: তাবারানি, আল মু'জামুল আওসাত ৯/১৫৮; ইবনুল আসীর, জামিউল উসুল ১২/৫২৪; যাইলায়ি নাসবুর রায়াহ ৩/১০৯। -সম্পাদক]
২। তায়ালিসি, আল-মুসনাদ ১/১২।
৩। আবু দাউদ, আস-সুনান ২/১৫৮।
৪। নাসায়ি, আস সুনান ৫/১৪৬ ১৪৭।
৫। ইবন মাজাহ, আস সুনান ২/৯৮৯।
৬। যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/১০৯।