ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৪৭২
 হজ্ব - উমরার অধ্যায়
কিরান হজ্জ
(১৪৭২) উম্মু সালামা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, হে মুহাম্মাদের পারিবারের লোকজন, তোমরা হজ্জের মধ্যে উমরার (হজ্জ ও উমরাহ একত্রে বা কিরান হজ্জের) ইহরাম করো।
كتاب الحج
عن أم سلمة رضي الله عنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أهلوا يا آل محمد بعمرة في حج
তাহকীক:
হাদীস নং: ১৪৭৩
 হজ্ব - উমরার অধ্যায়
কিরান হজ্জ
(১৪৭৩) তাবিয়ি সুবাই ইবন মা'বাদ তাগলিবি১ থেকে বর্ণিত, তিনি হজ্জ ও উমরার জন্য একত্রে তালবিয়া বলেন (কিরান করেন)। পরে তিনি বিষয়টি উমার রা.কে জানান। তখন উমার রা. বলেন, তুমি তোমার নবী (ﷺ) এর সুন্নত পালনের তাওফীক পেয়েছ।
كتاب الحج
عن الصبي بن معبد التغلبي أنه أهل بالحج والعمرة جميعا فذكر ذلك لعمر رضي الله عنه فقال هديت لسنة نبيك صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ১৪৭৪
 হজ্ব - উমরার অধ্যায়
কিরান হজ্জ
(১৪৭৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, (তাবিয়ি) সুবাই ইবন মা'বাদ হজ্জ ও উমরা একত্রিত (কিরান) করেন এবং তিনি দুইবার তাওয়াফ ও দুইবার সাঈ করেন।... তিনি উমার ইবনুল খাত্তাব রা.কে বিষয়টি জানান । তখন উমার রা. বলেন, তুমি তোমার নবীর সুন্নত পালনের তাওফীক পেয়েছ ।
كتاب الحج
عن إبراهيم النخعي أن الصبي بن معبد قرن بين الحج والعمرة فطاف لهما طوافين وسعى سعيين ولم يحل بينهما وأهدى وأخبر بذلك عمر بن الخطاب رضي الله عنه فقال عمر رضي الله عنه: هديت لسنة نبيك
তাহকীক: