ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৮১
তামাত্তু'
(১৪৮১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তামাত্তু করেছেন এবং আবু বাকর রা. এবং উমার রা. এবং উসমান রা.। সর্বপ্রথম যিনি তামাত্তু করতে নিষেধ করেন তিনি মুআবিয়া রা.।
عن ابن عباس رضي الله عنهما قال: تمتع رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان وأول من نهى عنها معاوية رضي الله عنهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৮২
তামাত্তু'
(১৪৮২) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে হজ্জের সাথে উমরার তামাত্তু’ করেন এবং তিনি হাদঈ বা হজ্জের পশু প্রেরণ করেন । তিনি যুল হুলাইফা থেকে তাঁর সাথে হাদঈ নিয়ে যান। রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে উমরার ইহরাম করেন। অতঃপর তিনি হজ্জের ইহরাম করেন। তখন মানুষেরা নবী (ﷺ) এর সাথে হজ্জের সাথে উমরার তামাত্তু’ করেন । মানুষদের মধ্যে কেউ হাদঈ নিয়ে যান এবং কেউ কেউ কোনো হাদঈ নেন নি। যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করলেন তখন তিনি সবাইকে বললেন, তোমাদের মধ্যে যে হাদঈ (হজ্জের পশু) নিয়ে এসেছে তার হজ্জ শেষ না করা পর্যন্ত তার জন্য ইহরামের কারণে যা হারাম হয়েছিল তার কিছুই হালাল হবে না। আর তোমাদের মধ্যে যে হাদঈ আনয়ন করে নি সে বাইতুল্লাহর তাওয়াফ করুক, সাফা-মারওয়া সাঈ করুক, মাথার চুল ছেটে ফেলুক এবং হালাল হয়ে যাক। অতঃপর সে হজ্জের জন্য ইহরাম করবে। যে ব্যক্তি (তামাত্তু’র জন্য) হাদঈ যোগাড় করতে পারবে না সে হজ্জের মধ্যে তিনদিন এবং তার নিজের পরিবারের নিকট ফিরে যাওয়ার পরে সাতদিন সিয়াম পালন করবে।
عن ابن عمر رضي الله عنهما قال: تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج وأهدى فساق معه الهدي من ذي الحليفة وبدأ رسول الله صلى الله عليه وسلم فأهل بالعمرة ثم أهل بالحج فتمتع الناس مع النبي صلى الله عليه وسلم بالعمرة إلى الحج. فكان من الناس من أهدى فساق الهدي ومنهم من لم يهد فلما قدم النبي صلى الله عليه وسلم مكة قال للناس من كان منكم أهدى فإنه لا يحل لشيء حرم منه حتى يقضي حجه ومن لم يكن منكم أهدى فليطف بالبيت وبالصفا والمروة وليقصر وليحلل ثم ليهل بالحج فمن لم يجد هديا فليصم ثلاثة أيام في الحج وسبعة إذا رجع إلى أهله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান