ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৮০
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৮০) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি হজ্জ ও উমরাহ একত্রে ইহরাম করেন এবং উভয়ের জন্য একবার তাওয়াফ করেন ।
عن عبد الله بن عمر رضي الله عنهما أنه أهل بالحج والعمرة فطاف لهما طوافا واحدا
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ সকল হাদীসের ব্যাখ্যা হল, সর্বশেষ একটি তাওয়াফ ও সাঈর মাধ্যমে উভয় ইবাদত থেকে হালাল হতে হবে। উপরে উল্লেখিত ইবন উমারের মারফু' হাদীসের শেষাংশ থেকে তা বোঝা যায় । আল্লাহই ভালো জানেন।
