ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৮১
তামাত্তু'
(১৪৮১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তামাত্তু করেছেন এবং আবু বাকর রা. এবং উমার রা. এবং উসমান রা.। সর্বপ্রথম যিনি তামাত্তু করতে নিষেধ করেন তিনি মুআবিয়া রা.।
عن ابن عباس رضي الله عنهما قال: تمتع رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان وأول من نهى عنها معاوية رضي الله عنهم
