ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৬৯
হজ্জের মীকাতগুলোর একত্রিত বিবরণ
(১৩৬৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনাবাসীদের জন্য ‘যুল হুলাইফা' নামক স্থানকে, সিরিয়াবাসীদের জন্য 'জুহফাহ' নামক স্থানকে, নাজদবাসীদের জন্য 'কারনুল মানাযিল' নামক স্থানকে ও ইয়ামানবাসীদের জন্য 'ইয়ালামলাম' নামক স্থানকে মীকাত বা ইহরামের স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই স্থানগুলো এ সকল এলাকার মানুষের জন্য এবং অন্যান্য যে কোনো দেশের মানুষ এই স্থান দিয়ে হজ্জ বা উমরার জন্য আগমন করলে তাদের জন্য। আর যারা এই মীকাতগুলো থেকে আরো ভেতরে অবস্থান করবে তারা যেখান থেকে হজ্জের সিদ্ধান্ত গ্রহণ করবে সেখান থেকেই ইহরাম করবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা থেকে।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم هن لهن ولمن أتى عليهن من غيرهن من أراد الحج والعمرة ومن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৩৭০
হজ্জের মীকাতগুলোর একত্রিত বিবরণ
(১৩৭০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরাকবাসীদের জন্য ‘যাতু ইরক' নামক স্থানকে মীকাত বা ইহরামের স্থান হিসাবে নির্ধারণ করেছেন।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عرق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান