ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৬৮
হজ্জ পালনকারী ও উমরাহ পালনকারীদের মর্যাদা
(১৩৬৮) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হাজিগণ ও উমরাহ পালনকারীগণ আল্লাহর দরবারে আগত প্রতিনিধি-মেহমান (delegation)। তিনি তাদেরকে ডেকেছেন এবং তারা তাঁর ডাকে সাড়া দিয়েছে। আর তারা তাঁর কাছে চেয়েছে এবং তিনি তাদেরকে দিয়েছেন (প্রার্থনা পূরণ করেছেন)।
عن جابر رضي الله عنه مرفوعا: الحجاج والعمار وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান