ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৬৬
স্বামী বা মাহরাম আত্মীয়ের সাথে ছাড়া কোনো মহিলা হজ্জে গমন করবেন না
(১৩৬৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মাহরাম আত্মীয়ের সাথে ছাড়া কোনো মহিলা হজ্জে গমন করবে না। তখন একব্যক্তি বলে, হে আল্লাহর নবী, আমি অমুক যুদ্ধে নাম লিখিয়েছি আর আমার স্ত্রী হজ্জে গমন করছে। তিনি বলেন, তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ্জ করো।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تحج امرأة إلا ومعها محرم فقال رجل: يا نبي الله إني اكتتبت في غزوة كذا وامرأتي حاجة قال: إرجع فحج معها.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩৬৭
স্বামী বা মাহরাম আত্মীয়ের সাথে ছাড়া কোনো মহিলা হজ্জে গমন করবেন না
(১৩৬৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মহিলা মাহরাম আত্মীয়ের সঙ্গে ছাড়া তিন দিনের সফর করবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا تسافر المرأة ثلاثا (ثلاث ليال/ فوق ثلاث) إلا ومعها ذو محرم

তাহকীক:
তাহকীক চলমান