ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৬৯
হজ্জের মীকাতগুলোর একত্রিত বিবরণ
(১৩৬৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনাবাসীদের জন্য ‘যুল হুলাইফা' নামক স্থানকে, সিরিয়াবাসীদের জন্য 'জুহফাহ' নামক স্থানকে, নাজদবাসীদের জন্য 'কারনুল মানাযিল' নামক স্থানকে ও ইয়ামানবাসীদের জন্য 'ইয়ালামলাম' নামক স্থানকে মীকাত বা ইহরামের স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই স্থানগুলো এ সকল এলাকার মানুষের জন্য এবং অন্যান্য যে কোনো দেশের মানুষ এই স্থান দিয়ে হজ্জ বা উমরার জন্য আগমন করলে তাদের জন্য। আর যারা এই মীকাতগুলো থেকে আরো ভেতরে অবস্থান করবে তারা যেখান থেকে হজ্জের সিদ্ধান্ত গ্রহণ করবে সেখান থেকেই ইহরাম করবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা থেকে।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم هن لهن ولمن أتى عليهن من غيرهن من أراد الحج والعمرة ومن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة

হাদীসের ব্যাখ্যা:

মীকাত শব্দের অর্থ নির্ধারিত সময় বা স্থান। হজ্জের মীকাত বলতে সেই সকল নির্ধারিত স্থান বোঝানো হয় যে স্থানগুলো থেকে হজ্জের ইহরাম করতে হয়। রাসূলুল্লাহ (ﷺ) পবিত্র মক্কার চারদিকে অবস্থিত, মক্কা থেকে কমবেশি ১০০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের কিছু স্থানকে মীকাত বা ইহরামের স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এ সকল স্থান বা তার বাইরে থেকে যারা হজ্জ বা উমরাহ করবেন তারা এ সকল স্থান থেকে ইহরাম করবেন। আর যারা এই বাউন্ডারির অভ্যন্তরে অবস্থান করছেন তারা নিজ নিজ অবস্থান থেকে ইহরাম করবেন।

১। মক্কা শরীফ থেকে ৪২০ কি.মি. উত্তরে মদীনার উপকণ্ঠে অবস্থিত। বর্তমানে 'আবার আলী' নামে পরিচিত ।
২। মক্কা শরীফ থেকে ১৮৬ কি. মি. উত্তর পশ্চিমে অবস্থিত।
৩। মক্কা শরীফ থেকে ৭৮ কি.মি. পূর্বে তায়িফ শহরের পশ্চিমে অবস্থিত। বর্তমানে 'সাইল কবীর' নামে পরিচিত।
৪। মক্কা শরীফ থেকে ১২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরের ধারে অবস্থিত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৬৯ | মুসলিম বাংলা