ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৬৮
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ পালনকারী ও উমরাহ পালনকারীদের মর্যাদা
(১৩৬৮) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হাজিগণ ও উমরাহ পালনকারীগণ আল্লাহর দরবারে আগত প্রতিনিধি-মেহমান (delegation)। তিনি তাদেরকে ডেকেছেন এবং তারা তাঁর ডাকে সাড়া দিয়েছে। আর তারা তাঁর কাছে চেয়েছে এবং তিনি তাদেরকে দিয়েছেন (প্রার্থনা পূরণ করেছেন)।
كتاب الحج
عن جابر رضي الله عنه مرفوعا: الحجاج والعمار وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৬৮ | মুসলিম বাংলা