ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৭০
হজ্জের মীকাতগুলোর একত্রিত বিবরণ
(১৩৭০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরাকবাসীদের জন্য ‘যাতু ইরক' নামক স্থানকে মীকাত বা ইহরামের স্থান হিসাবে নির্ধারণ করেছেন।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عرق
