ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৭১
উমরার মীকাত
(১৩৭১) আয়িশা রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনারা উমরাহ করলেন কিন্তু আমি উমরাহ করলাম না। তখন তিনি বললেন, হে আব্দুর রহমান, তুমি তোমার বোনকে নিয়ে যাও এবং তাকে ‘তানয়ীম’ থেকে উমরাহ করাও।
عن عائشة رضي الله عنها قالت: يا رسول الله اعتمرتم ولم أعتمرفقال يا عبد الرحمن اذهب بأختك فاعمرها من التنعيم
