ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৭২
হজ্ব - উমরার অধ্যায়
উমরার মীকাত
(১৩৭২) তাবিয়ি ইবন সীরীন (১১০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কাবাসীদের জন্য ‘তানয়ীম' নামক স্থানকে (উমরার) মীকাতরূপে নির্ধারণ করে দিয়েছেন ।
كتاب الحج
عن ابن سيرين قال: وقت رسول الله صلى الله عليه وسلم لأهل مكة التنعيم

হাদীসের তাখরীজ (সূত্র):

[মারাসীল আবু দাউদ-১৩৫]

[গ্রন্থকার টীকায় বলেন, 'সুফিয়ান হাদীসটিকে অপরিচিতির কারণে ত্রুটিযুক্ত বলেছেন'। ইবন তাইমিয়া বলেন, হাদীসটি প্রসিদ্ধ মুরসাল। দেখুন: যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/১৬; ইবন তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া ২৬/২৬৯-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান