ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৭৩
হজ্ব - উমরার অধ্যায়
একই বছরে একাধিক উমরাহ করা
(১৩৭৩) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, আয়িশা রা. একবছর দুইবার উমরাহ আদায় করেন। একবার ‘যুল হুলাইফা’ থেকে এবং অন্যবার ‘জুহফা' থেকে।
كتاب الحج
عن ابن المسيب أن عائشة رضي الله عنها اعتمرت في سنة مرتين مرة من ذي الحليفة ومرة من الجحفة
হাদীসের তাখরীজ (সূত্র):
(শাফিয়ি। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [মুসনাদ শাফিয়ি, হাদীস-৯৭৮; কিতাবুল উম্ম ২/১৪৭; বাইহাকি, মা'রিফাতুস সুনান, হাদীস-৯২৫০]