ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৭১
হজ্ব - উমরার অধ্যায়
উমরার মীকাত
(১৩৭১) আয়িশা রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনারা উমরাহ করলেন কিন্তু আমি উমরাহ করলাম না। তখন তিনি বললেন, হে আব্দুর রহমান, তুমি তোমার বোনকে নিয়ে যাও এবং তাকে ‘তানয়ীম’ থেকে উমরাহ করাও।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: يا رسول الله اعتمرتم ولم أعتمرفقال يا عبد الرحمن اذهب بأختك فاعمرها من التنعيم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৭২
হজ্ব - উমরার অধ্যায়
উমরার মীকাত
(১৩৭২) তাবিয়ি ইবন সীরীন (১১০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কাবাসীদের জন্য ‘তানয়ীম' নামক স্থানকে (উমরার) মীকাতরূপে নির্ধারণ করে দিয়েছেন ।
كتاب الحج
عن ابن سيرين قال: وقت رسول الله صلى الله عليه وسلم لأهل مكة التنعيم
tahqiq

তাহকীক: