ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯২২
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২২) আয়িশা রা. বলেন, সালাত প্রথমে দুই রাকআত করেই ফরয হয় । সফরের সালাতকে পরে দুই রাকআতই রাখা হয়। আর স্বগৃহে উপস্থিতির সালাত পূর্ণ করা হয়।
عن عائشة رضي الله عنها قالت: الصلاة أول ما فرضت ركعتين فأقرت صلاة السفر وأتمت صلاة الحضر

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯২৩
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৩) আয়িশা রা. বলেন, সালাত প্রথমে দুই রাকআত দুই রাকআত করে ফরয করা হয়, শুধুমাত্র মাগরিব বাদে, কারণ তা বিতর বা বেজোড় । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন তখন প্রথম নিয়মেই সালাত আদায় করতেন, শুধুমাত্র মাগরিব ছাড়া। আর যখন তিনি (মদীনায়) অবস্থান করতেন তখন প্রত্যেক দুই রাকআতের সাথে আরো দুই রাকআত যোগ করতেন । শুধুমাত্র মাগরিব বাদে, কারণ তা বিতর বা বেজোড়, এবং ফজর বাদে, কারণ তিনি ফজরের সালাতে কিরাআত দীর্ঘ করতেন।
عن عائشة رضي الله عنها قالت: فرضت الصلاة ركعتين ركعتين إلا المغرب فرضت ثلاثا لأنها وتر. قالت: وكان رسول الله صلى الله عليه وسلم إذا سافر صلى الصلاة الأولى إلا المغرب فإذا أقام زاد مع كل ركعتين ركعتين إلا المغرب لأنها وتر والصبح لأنه يطول فيها القراءة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৪
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৪) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, সফরের সালাত দুই রাকআত, ঈদুল আযহার সালাত দুই রাকআত, ঈদুল ফিতরের সালাত দুই রাকআত, জুমুআর সালাত দুই রাকআত । এই সালাতগুলো দুই রাকআতই পূর্ণ, কোনোরূপ সংক্ষিপ্তকরণ ছাড়া, মুহাম্মাদ (ﷺ) এর যবানিতে।
عن عمر رضي الله عنه قال: صلاة السفر ركعتان وصلاة الأضحى ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الجمعة ركعتان تمام غير قصر على لسان محمد صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৫
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৫) ইবন আব্বাস রা. বলেন, আল্লাহ তোমাদের নবী (ﷺ) এর যবানিতে সালাত ফরয করেছেন উপস্থিতিতে চার রাকআত, সফরে দুই রাকআত এবং ভয়ের সময় এক রাকআত।
عن ابن عباس رضي الله عنهما قال: فرض الله الصلاة على لسان نبيكم صلى الله عليه وسلم في الحضر أربعا وفي السفر ركعتين وفي الخوف ركعة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৬
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৬) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) সাহচর্যে থেকেছি, তিনি সফরে দুই রাকআতের বেশী পড়তেন না। আবু বাকর রা., উমার রা. এবং উসমান রা.ও অনুরূপ।
عن ابن عمر رضي الله عنهما قال: صحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يزيد في السفر على ركعتين وأبا بكر وعمر وعثمان كذلك رضي الله عنهم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৭
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সফরের সালাত দুই রাকআত, যে ব্যক্তি সুন্নত ত্যাগ করল সে কুফুরি করল ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: صلاة السفر ركعتان من ترك السنة كفر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৮
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৮) ইবন উমার রা. বলেন, সফরের সালাত দুই রাকআত । এভাবেই দুই রাকআতই আসমান থেকে অবতীর্ণ হয়েছে। তোমরা যদি চাও তাহলে ফিরিয়ে দাও।
عن ابن عمر رضي الله عنهما قال: صلاة السفر ركعتان نزلتا من السماء فإن شئتم فردوها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২৯
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৯) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরে কসর বা সংক্ষিপ্ত সালাতের বিষয়ে বলেন, আল্লাহ তোমাদেরকে তা দান হিসাবে প্রদান করেছেন। কাজেই তোমরা তাঁর দানকে গ্রহণ করো।
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا في صلاة القصر: صدقة تصدق الله بها عليكم فاقبلوا صدقته

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৩০
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯৩০) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেন, উসমান রা. আমাদেরকে নিয়ে মিনায় (হজ্জের সময়, যুহর, আসর ও ইশার সালাত) চার রাকআত আদায় করেন। তখন বিষয়টি আব্দুল্লাহ ইবন মাসউদ রা.কে বলা হয়। তিনি বলেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ । এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি, আবু বাকর সিদ্দীক রা.র সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি এবং উমার ইবনুল খাত্তাব রা.র সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি। আমার বড় আশা, যদি আমার ভাগ্যে চার রাকআতের মধ্যে কবুলকৃত দুই রাকআত জুটত!
عن عبد الرحمن بن يزيد قال: صلى بنا عثمان بن عفان رضي الله عنه بمنى أربع ركعات فقيل ذلك لعبد الله بن مسعود رضي الله عنه فاسترجع ثم قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم بمنى ركعتين وصليت مع أبي بكر الصديق رضي الله عنه بمنى ركعتين وصليت مع عمر بن الخطاب رضي الله عنه بمنى ركعتين فليت حظي من أربع ركعات ركعتان متقبلتان

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৩১
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯৩১) তাবিয়ি মুহাম্মাদ ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, আমি (তাবিয়ি) উরওয়া ইবন যুবাইরকে (৯৩ হি.) জিজ্ঞাসা করলাম, আয়িশা রা. সফরে পুরো সালাত (চার রাকআত) আদায় করেন তার কারণ কী? তিনি উত্তরে বলেন, উসমান রা. যেমন ব্যাখ্যা করেছেন তিনিও তেমনি ব্যাখ্যা করেছেন।
عن الزهري أنه قال: فقلت لعروة ما بال عائشة رضي الله عنها تتم في السفر؟ قال إنّها تأولت كما تأول عثمان رضي الله عنه

তাহকীক:
তাহকীক চলমান
