ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩১
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯৩১) তাবিয়ি মুহাম্মাদ ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, আমি (তাবিয়ি) উরওয়া ইবন যুবাইরকে (৯৩ হি.) জিজ্ঞাসা করলাম, আয়িশা রা. সফরে পুরো সালাত (চার রাকআত) আদায় করেন তার কারণ কী? তিনি উত্তরে বলেন, উসমান রা. যেমন ব্যাখ্যা করেছেন তিনিও তেমনি ব্যাখ্যা করেছেন।
عن الزهري أنه قال: فقلت لعروة ما بال عائشة رضي الله عنها تتم في السفر؟ قال إنّها تأولت كما تأول عثمان رضي الله عنه

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, তাদের উভয়ের ব্যাখ্যা করা থেকে বোঝা যায় যে, তারাও সফরে কসর করা বা দুই রাকআত আদায় করাকে জরুরি মনে করতেন। শুধুমাত্র ব্যাখ্যা সাপেক্ষ পূর্ণ সালাত আদায় করতেন। তাদের ব্যাখ্যার প্রকৃতি সম্ভবত এই ছিল যে, তারা কোনো স্থানে অল্প সময়ের জন্য অবস্থান করাকেও স্থায়ী অবস্থানের মতো মনে করতেন; কারণ স্বল্পস্থায়ী অবস্থানেও চলমান সফরের কষ্ট কমে যায়। আহমাদ আব্বাদ ইবন আব্দুল্লাহ ইবন যুবাইর থেকে হাসান সনদে এবং বাইহাকি উরওয়া ইবনুয যুবাইর সূত্রে আয়িশা রা. থেকে সহীহ সনদে যে হাদীস সঙ্কলিত করেছেন তা থেকে এই ব্যাখ্যার বিষয়টি বোঝা যায়। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯৩১ | মুসলিম বাংলা