ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩০
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯৩০) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেন, উসমান রা. আমাদেরকে নিয়ে মিনায় (হজ্জের সময়, যুহর, আসর ও ইশার সালাত) চার রাকআত আদায় করেন। তখন বিষয়টি আব্দুল্লাহ ইবন মাসউদ রা.কে বলা হয়। তিনি বলেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ । এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি, আবু বাকর সিদ্দীক রা.র সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি এবং উমার ইবনুল খাত্তাব রা.র সাথে মিনায় দুই রাকআত করে সালাত আদায় করেছি। আমার বড় আশা, যদি আমার ভাগ্যে চার রাকআতের মধ্যে কবুলকৃত দুই রাকআত জুটত!
عن عبد الرحمن بن يزيد قال: صلى بنا عثمان بن عفان رضي الله عنه بمنى أربع ركعات فقيل ذلك لعبد الله بن مسعود رضي الله عنه فاسترجع ثم قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم بمنى ركعتين وصليت مع أبي بكر الصديق رضي الله عنه بمنى ركعتين وصليت مع عمر بن الخطاب رضي الله عنه بمنى ركعتين فليت حظي من أربع ركعات ركعتان متقبلتان
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯৩০ | মুসলিম বাংলা