ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৩২
কসরের দূরত্ব
(৯৩২) তাবিয়ি আলী ইবন রাবীআহ ওয়ালিবি বলেন, আমি আব্দুল্লাহ ইবন উমার রা.কে জিজ্ঞাসা করলাম, কতদূরে সালাত সংক্ষিপ্ত (কসর) করতে হয়? তিনি বলেন, তুমি কি ‘সুওয়াইদা' নামক স্থান চেন? আমি বললাম, না, তবে আমি তার নাম শুনেছি। তিনি বলেন, স্থানটির দূরত্ব এখান থেকে তিন রাতের স্বাভাবিক চলার পথ। যদি আমরা সেই স্থানের উদ্দেশ্যে বের হই তাহলে সালাত সংক্ষেপ করি।
عن علي بن ربيعة الوالبي قال: سألت عبد الله بن عمر رضي الله عنهما إلى كم تقصر الصلاة؟ فقال: أتعرف السويداء؟ قال: قلت: لا ولكني سمعت بها. قال: هي ثلاث ليال قواصد فإذا خرجنا إليها قصرنا الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩৩
কসরের দূরত্ব
(৯৩৩) উমার রা. বলেন, তিন রাতের দূরত্বে সালাত সংক্ষিপ্ত করা হবে।
عن عمر رضي الله عنه قال: تقصر الصلاة في مسيرة ثلاث ليال
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান