ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৩৪
কখন কসর করতে হবে
(৯৩৪) আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা.র সাথে সফর করেছি। তাঁরা সকলেই মদীনা থেকে বের হওয়া থেকে শুরু করে মদীনায় ফিরে আসা পর্যন্ত দুই রাকআত সালাত আদায় করতেন, চলমান অবস্থায় এবং মক্কায় অবস্থানের সময়।
عن أبي هريرة رضي الله عنه قال: سافرت مع رسول الله صلى الله عليه وسلم ومع أبي بكر رضي الله عنه وعمر رضي الله عنه كلهم صلى من حين يخرج من المدينة إلى أن يرجع إليها ركعتين في المسير والمقام بمكة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩৫
কখন কসর করতে হবে
(৯৩৫) তাবিয়ি আবুল হারব ইবন আবুল আসওয়াদ বলেন, আলী রা. বসরা থেকে বের হন। তিনি সালাতুয যুহর চার রাকআত আদায় করেন। অতঃপর তিনি বলেন, শোনো! আমরা যদি এই কুঁড়েঘরটি পার হতাম তাহলে দুই রাকআত (কসর) করে সালাত আদায় করতাম ।
عن أبي حرب بن أبي الأسود أن عليا رضي الله عنه خرج من البصرة فصلى الظهر أربعا فقال: أما إنا إذا جاوزنا هذا الخص صلينا ركعتين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩৬
কখন কসর করতে হবে
(৯৩৬) আলী ইবন রাবীআহ বলেন, আলী ইবন আবু তালিব রা. একবার সফরে বের হয়ে কসর করা শুরু করেন, তখনও তিনি বাড়িঘর দেখতে পাচ্ছিলেন । যখন তিনি ফিরে আসলেন, তখন তাকে বলা হল, এই তো কুফা । তিনি বললেন, না, কুফার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত (কসর চলবে)।
عن علي بن ربيعة قال: خرج علي بن أبي طالب رضي الله عنه فقصر وهو يرى البيوت فلما رجع قيل له هذه الكوفة قال: لا حتّى ندخلها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩৭
কখন কসর করতে হবে
(৯৩৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন মদীনার গিরিপথ অতিক্রম করতেন তখন কসর করতেন। যখন ফিরে আসতেন তখন মদীনায় প্রবেশ করা পর্যন্ত কসর করতেন।
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقصر حين يخرج من شعب المدينة ويقصر إذا رجع حتى يدخلها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান