ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯২১
কৃতজ্ঞতার সাজদা
(৯২১) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোনো আনন্দের সংবাদ আসলে বা কোনো আনন্দের বিষয়ে তাঁকে সুসংবাদ দেওয়া হলে তিনি আল্লাহর কৃতজ্ঞতায় সাজদায় পড়ে যেতেন।
عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا جاءه أمرسرور أو بشر به خر ساجدا شاكرا لله

তাহকীক:
তাহকীক চলমান
