ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯২০
তিলাওয়াতের সাজদায় কী বলতে হবে
(৯২০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে তিলাওয়াতের সাজদায় বলতেন, ‘সাজদায় অবনত হয়েছে আমার মুখমণ্ডল, তাঁরই জন্য যিনি তা সৃষ্টি করেছেন, তিনি নিজ শক্তিতে ও নিজ সাহায্যে তার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি বিকশিত করেছেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقول في سجود القرآن بالليل: سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته... فتبارك الله أحسن الخالقين... ثلاثاً
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান