ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯২০
নামাযের অধ্যায়
তিলাওয়াতের সাজদায় কী বলতে হবে
(৯২০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে তিলাওয়াতের সাজদায় বলতেন, ‘সাজদায় অবনত হয়েছে আমার মুখমণ্ডল, তাঁরই জন্য যিনি তা সৃষ্টি করেছেন, তিনি নিজ শক্তিতে ও নিজ সাহায্যে তার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি বিকশিত করেছেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقول في سجود القرآن بالليل: سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته... فتبارك الله أحسن الخالقين... ثلاثاً
tahqiq

তাহকীক: