ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৭১
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭১) তাবিয়ি ইবন আবী রাফি’ বলেন, আবু হুরাইরা রা. আমাদেরকে জুমুআর সালাত পড়ান। তিনি (প্রথম রাকআতে) সূরা জুমুআ পাঠের পরে দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকূন পাঠ করেন। আমি সালাত শেষ হওয়ার পরে আবু হুরাইরা রা.র সাথে সাক্ষাত করি এবং বলি, আপনি যে দুইটি সূরা পাঠ করলেন, আলী ইবন আবী তালিব রা. কুফায় এই দুইটি সূরা পাঠ করতেন। তখন আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জুমুআর দিনে এই দুইটি সূরা পাঠ করতে শুনেছি।
عن ابن أبي رافع: صلى لنا أبو هريرة رضي الله عنه الجمعة فقرأ بعد سورة الجمعة في الركعة الآخرة إذا جاءك المنافقون قال: فأدركت أبا هريرة حين انصرف فقلت له: إنك قرأت بسورتين كان علي بن أبي طالب رضي الله عنه يقرأ بهما بالكوفة فقال أبو هريرة: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ بهما يوم الجمعة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৭২
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭২) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইঈদে এবং জুমুআয় সূরা আ'লা ও সূরা গাশিয়াহ পাঠ করতেন ।
عن النعمان بن بشير رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في العيدين وفي الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৭৩
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭৩) আবু ওয়াকিদ লাইসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আযহা ও ঈদুল ফিতরে সূরা কাফ ও সূরা কামার পাঠ করতেন।
عن أبي واقد الليثي رضي الله عنه: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بق والقرآن المجيد واقتربت الساعة وانشق القمر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭৪
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭৪) আলী রা. বলেন, দুই ঈদের সালাতে সশব্দে কিরাআত পাঠ করা সুন্নত।
عن علي رضي الله عنه قال: الجهر في صلاة العيدين من السنة

তাহকীক:
তাহকীক চলমান