ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৭৫
সশব্দে পাঠের সালাত সশব্দে পাঠ করে কাযা করা
(৫৭৫) তাবিয়ি ইরাহীম নাখয়ি (৯৫ হি.) রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবিদের শেষ রাতের বিশ্রাম ও ফজরের সালাত থেকে ঘুমিয়ে পড়ার কাহিনী বর্ণনা করে বলেন, সূর্যের উত্তাপে তাঁদের ঘুম ভাঙ্গে। তখন রাসূলুল্লাহ (ﷺ) উঠে ওযু করেন এবং তাঁর সঙ্গীগণও ওযু করেন । এবং তিনি মুয়াযযিনকে নির্দেশ দেন তখন মুয়াযযিন আযান দেন। তিনি দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন। অতঃপর সালাতের ইকামত দেওয়া হয়। তখন তিনি তাঁর সাথিদের নিয়ে ফজরের সালাত আদায় করেন। তিনি সালাতের মধ্যে সশব্দে কুরআন পাঠ করেন, যেরূপভাবে তিনি ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতেন ঠিক তদ্রুপভাবে।
عن إبراهيم النخعي في قصة ليلة التعريس ونومه صلى الله عليه وسلم عن صلاة الفجر وفيه: فما استيقظوا إلا بحر الشمس فقام رسول الله صلى الله عليه وسلم فتوضأ وتوضأ أصحابه وأمر المؤذن فأذن وصلى ركعتين ثم أقيمت الصلاة فصلى الفجر بأصحابه وجهر فيها بالقراءة كما كان يصلي بها في وقتها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৭৬
সশব্দে পাঠের সালাত সশব্দে পাঠ করে কাযা করা
(৫৭৬) আবু কাতাদাহ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর শেষ রাতের বিশ্রাম ও ফজরের সালাত থেকে ঘুমিয়ে পড়ার কাহিনী বর্ণনা করেন। হাদীসের শেষে তিনি বলেন, অতঃপর বিলাল আযান দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন। অতঃপর তিনি ফজরের সালাত আদায় করলেন। তিনি প্রতিদিন ফজরের সালাত যেমনভাবে আদায় করেন ঠিক তেমনভাবেই তা আদায় করলেন।
عن أبي قتادة رضي الله عنه في هذه القصة: ثم أذن بلال بالصلاة فصلى رسول الله صلى الله عليه وسلم ركعتين ثم صلى الغداة فصنع كما كان يصنع كل يوم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান