ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৬৮
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৬৮) তাবিয়ি হাসান বসরি (মৃ: ১১০ হি.) জিবরাঈলের পেছনে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায়ের বিষয়ে বলেন, তিনি যুহর, আসর, মাগরিবের তৃতীয় রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ করেন। আর তিনি মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে সশব্দে কিরাআত পাঠ করেন।
عن الحسن في صلاة النبي صلى الله عليه وسلم خلف جبرائيل وأنه أسر في الظهر والعصر والثالثة من المغرب والأخريين من العشاء وجهر في الأوليين من المغرب و العشاء

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৯
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৬৯) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর (১৩২ হি.) বলেন, তারা বলেন, হে আল্লাহর রাসূল, এখানে কিছু মানুষ আছেন যারা দিনের বেলায় সশব্দে কুরআন পাঠ করে। তিনি বলেন, তাদের দিকে ঘুঁটে ছুড়ে মারবে।
عن يحيى بن أبي كثير قال: قالوا يا رسول الله إن هاهنا من يجهرون بالقراءة بالنّهار فقال: ارموهم بالبعر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৭০
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৭০) তাবিয়ি আবু মা'মার বলেন, আমি খাব্বাব ইবনুল আরাত্ রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি যুহর ও আসরে কুরআন পাঠ করতেন? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, আপনারা কীভাবে জানতেন যে তিনি পাঠ করছেন? তিনি বলেন, তাঁর দাড়ির নড়াচড়া দেখে।
عن أبي معمر قال: قلت لخباب بن الأرت رضي الله عنه أكان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر والعصر؟ قال نعم قال قلت بأي شيء كنتم تعلمون قراءته؟ قال باضطراب لحيته

তাহকীক:
তাহকীক চলমান