ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬৭
নামাযের অধ্যায়
আল্লাহর বাণী 'সালাতে তোমার স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো’
(৫৬৭) দ্বিতীয় হিজরি শতকের তাবি’-তাবিয়ি মুফাসসির আব্দুর রহমান ইবন যাইদ ইবন আসলাম (মৃ: ১৮২ হি.) 'সালাতে তোমার স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো'** আল্লাহর এই কথার ব্যাখ্যায় বলেন, 'এই দুইয়ের মধ্যপথ' হল সালাতের মধ্যে জিবরাঈল আ. তাঁর জন্য যা রীতিবদ্ধ করে যান এবং মুসলিমগণ যার উপরে রয়েছে।
كتاب الصلاة
عن ابن زيد في قوله: ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا قال: السبيل بين ذلك الذي سنّ له جبرائيل من الصلاة التي عليها المسلمون
tahqiq

তাহকীক: