ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৫২
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে বলা হল, হে আল্লাহর রাসূল, কোন দুআ অধিক কবুল হওয়ার যোগ্য? তিনি বলেন, রাতের শেষ অংশে এবং ফরয সালাতের শেষে।
عن أبي أمامة رضي الله عنه: قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال: جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৩
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৩) মুগীরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সালাতের শেষে দুআ করতেন।
عن المغيرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو في دبر كل صلاة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৪
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৪) ফাদল ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাত দুই রাকআত, দুই রাকআত করে, প্রত্যেক দুই রাকআতে তাশাহহুদ পাঠ করবে, বিনীত হবে, কাতর হবে, অসহায়ত্ব প্রকাশ করবে, বেশী করে সাহায্য প্রার্থনা করবে এবং তোমার দুইহাত প্রভুর দিকে উঠিয়ে দুই হাতের পেট তোমার মুখের দিকে করবে এবং বলবে, হে প্রভু, হে প্রভু। যে এইরূপ না-করল তার সালাত অসম্পূর্ণ।
عن الفضل بن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مثنى مثنى تشهد في كل ركعتين وتخشع وتضرع وتمسكن وتقنع يديك يقول: ترفعهما إلى ربك مستقبلا ببطونهما وجهك وتقول: يا رب يا رب ومن لم يفعل ذلك فهو كذا وكذا وفي لفظ فهي خداج

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৫৫
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৫) আসওয়াদ ইবন আমির তার পিতা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ফজরের সালাত আদায় করলাম। তিনি সালামের পরে ঘুরে বসলেন এবং দুইহাত উঠালেন ও দুআ করলেন ।
عن الأسود بن عامر عن أبيه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৬
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৬) আব্দুল্লাহ ইবন যুবাইর রা. একব্যক্তিকে দেখেন যে, সে সালাত শেষ করার পূর্বে তার দুইহাত উত্থিত করে রেখেছে। ওই ব্যক্তি সালাত শেষ করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত থেকে বিরত না হওয়া পর্যন্ত তাঁর দুইহাত উঠাতেন না।
عن ابن الزبير رضي الله عنه أنه رأى رجلا رافعا يديه قبل أن يفرغ من صلاته فلما فرغ منها قال: إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৭
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা প্রত্যেক সালাতের পরে তার দুই করতল বাড়িয়ে দেয় অতঃপর বলে, ‘হে আল্লাহ, আমার মা'বুদ, ইবরাহীমের মা'বুদ, ইসহাকের মা'বুদ, ইয়াকুবের মা'বুদ, জিবরাঈলের মা'বুদ, ইসরাফীলের মা'বুদ, আমি আপনার কাছে প্রার্থনা করি যে, আপনি আমার প্রার্থনা কবুল করবেন; কারণ আমি অসহায়, এবং আপনি আমাকে আমার দ্বীনের বিষয়ে হেফাযত করবেন; কারণ আমি বিপদগ্রস্ত, এবং আপনি আমাকে রহমত প্রদান করবেন; কারণ আমি পাপী, এবং আপনি আমাকে দারিদ্র্যমুক্ত করবেন; কারণ আমি অসহায়' তাহলে আল্লাহর দায়িত্ব হবে তার দুইহাত ব্যর্থ ফিরিয়ে না দেওয়া।
عن أنس رضي الله عنه مرفوعا: ما من عبد بسط كفيه في دبر كل صلاة ثم يقول: اللهم إلهي وإله إبراهيم وإسحاق ويعقوب وإله جبرائيل وميكائيل وإسرافيل عليهم السلام أسألك أن تستجيب دعوتي فإني مضطر وتعصمني في ديني فإني مبتلى وتنالني برحمتك فإني مذنب وتنفي عني الفقر فإني متمسكن إلا كان حقا على الله عز وجل أن لا يرد يديه خائبتين

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৮
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৮) মুসলিম ইবন হারিস তামীমি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে চুপিচুপি বলেন, তুমি যখন মাগরিবের সালাত সমাপ্ত করবে তখন সাতবার বলবে, 'আল্লাহুম্মা, আজিরনী মিনান নার', অর্থাৎ 'হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন'।... এবং যখন ফজরের সালাত আদায় করবে তখনও এরূপ বলবে। (তাহলে ওই রাতে ও ওই দিনে তোমাকে জাহান্নাম থেকে আশ্রয় দেওয়া হবে)।
عن مسلم بن الحارث التميمي رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه أسر إليه فقال: إذا انصرفت من صلاة المغرب فقل: اللّهم أجرني من النار سبع مرات ….. وإذا صليت الصبح فقل كذلك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৫৯
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৯) জাবির ইবন সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফজরের নামায আদায় করতেন তখন সূর্য ভালোভাবে উঠে যাওয়া পর্যন্ত তাঁর সালাতের স্থানে বসে** থাকতেন। (মুসলিম। তাবারানি অনুরূপ হাদীস জাবির থেকে সঙ্কলন করেছেন, যাতে তিনি বলেছেন, 'আল্লাহর যিকির করতেন' ।
عن جابر بن سمرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى الفجر جلس في مصلاه حتى تطلع الشمس حسنا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৬০
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬০) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফজরের সালাত আদায় করতেন, তখন সালামের পরে বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলকৃত কর্ম'।
عن أم سلمة رضي الله عنها رفعته يقول إذا صلى الصبح حين يسلم: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬১
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬১) একজন আনসারি সাহাবি রা. বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে ১০০ বার বললেন, আল্লাহুম্মাগফিরলী, ওয়া তুব আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফূর’ । অর্থাৎ ‘হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন । নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী ও ক্ষমাকারী’।
عن رجل من الأنصار: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في دبر الصلاة: اللهم اغفر لي وتب علي إنك أنت التواب الغفور مائة مرة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬২
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬২) আবু বাকরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে বলতেন, 'আল্লাহুম্মা, ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি', (অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্র থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে)।
عن أبي بكرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في دبر الصلاة: اللّهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৩
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৩) বারা' ইবন আযিব রা. বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে সালাত আদায় করতাম তখন তাঁর ডানদিকে থাকতে পছন্দ করতাম । তিনি সালাত শেষে আমাদের দিকে মুখ করে বসতেন । আমি শুনলাম তিনি বললেন, 'রাব্বি ক্বিনী আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা’ (অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে)।
عن البراء رضي الله عنه قال: كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم أحببنا أن نكون عن يمينه يقبل علينا بوجهه قال فسمعته يقول: رب قني عذابك يوم تبعث (أو تجمع) عبادك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৬৪
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৪) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শেষে সালাম ফেরাতেন তখন বলতেন, আল্লাহুম্মাগফিরলী মা-ক্বাদ্দামতু, ওয়া মা আখখারতু, ওয়া মা-আসরারতু, ওয়া মা-আ'লানতু, ওয়া মা-আসরাফতু, ওয়া মা-আনতা আ'লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু, ওয়া আনতাল মুআখখিরু, লা-ইলাহা ইল্লা আনতা । (অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা করুন, আমি আগে যা করেছি এবং আমি পরে যা করেছি, আমি গোপনে যা করেছি এবং আমি প্রকাশ্যে যা করেছি এবং আমি বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশী ভালো জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো মা'বুদ নেই)।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم من الصلاة قال: اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم والمؤخر لا إله إلا أنت

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৬৫
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৫) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বলেন, মুআয, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি... মুআয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক সালাতের পরে একথা বলা কখনো বাদ দিবে না: 'আল্লাহুম্মা, আয়িননী আলা যিকরিকা শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা', (অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকির (স্মরণ) করতে, শুকর (কৃতজ্ঞতা) করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন)।
عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال يا معاذ والله إني لأحبك... فقال أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة تقول: اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৬৬
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৬) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালামের পরে বলতেন, 'তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি।প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য'।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: كان يقول بعد ما سلم: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

তাহকীক:
তাহকীক চলমান