ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৬৪
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৪) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শেষে সালাম ফেরাতেন তখন বলতেন, আল্লাহুম্মাগফিরলী মা-ক্বাদ্দামতু, ওয়া মা আখখারতু, ওয়া মা-আসরারতু, ওয়া মা-আ'লানতু, ওয়া মা-আসরাফতু, ওয়া মা-আনতা আ'লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু, ওয়া আনতাল মুআখখিরু, লা-ইলাহা ইল্লা আনতা । (অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা করুন, আমি আগে যা করেছি এবং আমি পরে যা করেছি, আমি গোপনে যা করেছি এবং আমি প্রকাশ্যে যা করেছি এবং আমি বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশী ভালো জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো মা'বুদ নেই)।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم من الصلاة قال: اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم والمؤخر لا إله إلا أنت

হাদীসের ব্যাখ্যা:

সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সঙ্কলিত এই হাদীসের অন্য বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) তাশাহহুদের শেষে সালামের পূর্বে এই দুআটি পড়তেন। সনদের দিক থেকে দুইটি বর্ণনাই গ্রহণযোগ্য, তবে মুসলিমের বর্ণনা অধিক শক্তিশালী। সম্ভবত তিনি সাধারণত সালামের আগে ও কখনো পরে এই দুআটি পড়তেন। [মুসলিম, নং-৭৭১; তিরমিযি, নং-৩৪২২] (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৬৪ | মুসলিম বাংলা