ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৬৩
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৩) বারা' ইবন আযিব রা. বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে সালাত আদায় করতাম তখন তাঁর ডানদিকে থাকতে পছন্দ করতাম । তিনি সালাত শেষে আমাদের দিকে মুখ করে বসতেন । আমি শুনলাম তিনি বললেন, 'রাব্বি ক্বিনী আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা’ (অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে)।
عن البراء رضي الله عنه قال: كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم أحببنا أن نكون عن يمينه يقبل علينا بوجهه قال فسمعته يقول: رب قني عذابك يوم تبعث (أو تجمع) عبادك
