ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৫৪
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৪) ফাদল ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাত দুই রাকআত, দুই রাকআত করে, প্রত্যেক দুই রাকআতে তাশাহহুদ পাঠ করবে, বিনীত হবে, কাতর হবে, অসহায়ত্ব প্রকাশ করবে, বেশী করে সাহায্য প্রার্থনা করবে এবং তোমার দুইহাত প্রভুর দিকে উঠিয়ে দুই হাতের পেট তোমার মুখের দিকে করবে এবং বলবে, হে প্রভু, হে প্রভু। যে এইরূপ না-করল তার সালাত অসম্পূর্ণ।
عن الفضل بن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مثنى مثنى تشهد في كل ركعتين وتخشع وتضرع وتمسكن وتقنع يديك يقول: ترفعهما إلى ربك مستقبلا ببطونهما وجهك وتقول: يا رب يا رب ومن لم يفعل ذلك فهو كذا وكذا وفي لفظ فهي خداج

হাদীসের ব্যাখ্যা:

[হাদীসটি সম্পর্কে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. বলেন, এই হাদীসে নামাযের পরে হাত তুলে দুআ করার কথা বলা হয়েছে। তবে স্পষ্টতই হাদীসটি নফল নামাযের বিষয়ে যা দুই রাকআত করে পড়তে হয়। সর্বোপরি হাদীসটির সনদ অত্যন্ত দুর্বল। ইমাম বুখারি, উকাইলি, যাহাবি প্রমুখ মুহাদ্দিস হাদীসটির অগ্রহণযোগ্যতা ও দুর্বলতার উল্লেখ করেছেন। দেখুন: ইবন আদি, আলকামিল ৪/২২৬; উকাইলি, কিতাবুদ দুআফা ২/৩১০; আলবানি, সিলসিলাহ সহীহাহ ১৪/১০৭; আব্দুল্লাহ জাহাঙ্গীর, এহইয়াউস সুনান, পৃ.৩৬৫ গ্রন্থকার বলেন, অনুরূপ হাদীস আবু দাউদ সঙ্কলন করেছেন। তার হাদীসটি মুত্তালিব ইবন রাবীআ থেকে বর্ণিত। গ্রন্থকার টীকায় বলেন, এই হাদীসের শেষে রয়েছে, আবু দাউদকে রাতের সালাত দুই রাকআত করে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, তুমি ইচ্ছা করলে দুই রাকআত করে, ইচ্ছা করলে চার রাকআত করে...। - সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৫৪ | মুসলিম বাংলা